Ajker Patrika

৪৮ টেকে একটি দৃশ্য

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৯: ৫২
৪৮ টেকে একটি দৃশ্য

ঘনিষ্ঠ দৃশ্য। একের পর এক টেক নিয়ে ৪৮ বারে পরিচালকের মন ভরল। দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর অভিনয়েও মন ভরছিল না নবীন পরিচালক সকুন বাত্রার! ‘গেহরাইয়া’ সিনেমার শুটিংয়ে ঘটেছে এমন ঘটনা। খবর শুনে অনেকেই বলছেন, এমন দৃশ্য কীভাবে করতে হয় পরিচালকের ধারণাই ছিল না। তাই এতবার টেক নিতে হয়েছে। তবে দীপিকা বলেন, ‘দুই ধরনের পরিচালক হয়; এক. যাঁরা পরিষ্কার বোঝেন, তাঁরা কী চাইছেন; আর একশ্রেণির পরিচালক নিজের কাজটা গুছিয়ে উঠতে পারেন না, তাঁদের চাওয়াটা অস্পষ্ট। গেহরাইয়া সিনেমার পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। তিনি ঠিক জানেন, তিনি কী চান। আর অভিনেতাদের দিয়ে ঠিক সেটাই করিয়ে নেন। এবারও তেমনটাই হয়েছে। তিনি যেটা চান, ঠিক সেটাই করিয়ে নিয়েছেন। তাই ৪৮টি টেক নেওয়া হয়েছিল।’

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাজন প্রাইম ভিডিওতে আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে গেহরাইয়া সিনেমাটি। মন বদল, সম্পর্কের বোঝাপড়া, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল গল্পের ভিত্তি। দীপিকা অভিনয় করেছেন আলিশা চরিত্রে। নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে সুখী নয় আলিশা। কিন্তু তার বোন নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ সুখী। একসময় দেখা হয় চারজনের। সেই দেখা থেকে উল্টে যেতে শুরু করে সম্পর্ক। বোনের বয়ফ্রেন্ডের সঙ্গে গড়ে ওঠে আলিশার সম্পর্ক। কিন্তু এমন সম্পর্কের পরিণতি কী বা কোথায়! এমন দ্বিধাদ্বন্দ্বের গল্প নিয়েই সিনেমাটি।

দীপিকা বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ভারত এমন সিনেমা আগে কখনো দেখেনি। এই সিনেমাটি আমার মন ছুঁয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত