Ajker Patrika

এবার বাণিজ্যিকভাবে চালুর উদ্যোগ বগুড়া বিমানবন্দর

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৩: ১৩
Thumbnail image

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া। এ জেলার সঙ্গে দেশের প্রতিটি জেলার সড়ক ও রেলপথের যোগাযোগব্যবস্থা থাকলেও দীর্ঘ কয়েক বছরেও চালু হয়নি বগুড়া বিমানবন্দর। তবে অবকাঠামো নির্মাণের প্রায় দুই যুগ পর এবার বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। গঠন করা হয়েছে চার সদস্যের একটি কমিটি। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ কমিটি গঠন করে।

গতকাল রোববার কমিটির সদস্যরা সদর উপজেলার এরুলিয়া এলাকায় বিমানবন্দর পরিদর্শন করতে বগুড়ায় এসেছেন। তাঁরা আজ সোমবার সরেজমিন পরিদর্শন করার পর প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন সাংসদ (বগুড়া-৭) রেজাউল করিম বাবলু। এর আগে গত ১ মার্চ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে একটি লিখিত প্রস্তাবনা পাঠান সাংসদ বাবলু। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে একটি কমিটি গঠন করে বেবিচক।

বগুড়ায় বিমানবন্দর স্থাপনের জন্য ১৯৮৭ সালে সরকারের পক্ষ থেকে প্রথম উদ্যোগ নেওয়া হয়। তবে নানা জটিলতায় তা আটকে যায়। পরে ১৯৯১-৯৬ সালে বিএনপি সরকারের আমলে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আর প্রকল্পের আওতায় প্রয়োজনীয় সব অবকাঠামো নির্মাণ শুরু হয় ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। ২০০০ সালে এ প্রকল্পের কাজ শেষ হলেও বাণিজ্যিকভাবে বিমান আর ওড়েনি। পরে সেখানে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়।

এসব বিষয়ে সাংসদ বাবলু বলেন, ‘বগুড়ার বিমানবন্দর চালু করতে কয়েকবার আমি সংসদে কথা বলেছি। পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে বিমানবন্দর চালু করার বিষয়ে যুক্তি উপস্থাপন করি। তিনি আমার কথায় বগুড়ায় বিমানবন্দর চালু করার গুরুত্ব বুঝতে পারেন। পরে আমি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে একটি লিখিত প্রস্তাবনা পাঠাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত