গোপালপুর প্রতিনিধি
গোপালপুর থেকে ১০ টাকা কেজি দরের ১১১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় কয়েকটি খালি বস্তাও উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর উপজেলার নগদা শিমলা এলাকায় অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলার নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী বিপ্লব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬৯ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাল এবং খালি বস্তা উদ্ধার করে উপজেলা প্রশাসন। পরে নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী আয়নাল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ীরা পালিয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটক করা হয়। নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে গোপালপুরে ন্যায্যমূল্যের চাল চুরি থামছেই না। অধিকাংশ ডিলার সরকারি দলের নেতা-কর্মী ও প্রভাবশালীদের আত্মীয়স্বজন হওয়ায় স্থানীয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপে পড়ছে।
জানা গেছে, উপজেলার পৌরসভা ও সাত ইউনিয়ন পরিষদের আওতায় ১০ হাজার ৫২৬টি পরিবারকে ১০ টাকা কেজি দরের চাল সরবরাহ করা হয়। এ জন্য ডিলার রয়েছে ২১ জন। প্রতিটি কার্ডহোল্ডার মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর—এ পাঁচ মাসের প্রতি মাসে ৩০ কেজি হারে ১৫০ কেজি চাল পেয়ে থাকে। অভিযোগ রয়েছে—সচ্ছল পরিবারে অনেকে কার্ড পেয়েছেন। তাঁরা এসব চাল ওঠানোর পর বিক্রি করে দেন।
চাল বিতরণের ট্যাগ কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা রাসেল বলেন, ‘চাল নেওয়ার পর ভোক্তারা কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় এসব চাল বিক্রি করে দেন। আর একশ্রেণির ব্যবসায়ী তা কিনে মজুত করেন। প্রশাসন অবৈধভাবে মজুত করা সেই চাল আটক করে মামলা দেন।’
দেখা যায়, গত এক বছরে ছয়বার চোরাই চাল উদ্ধারের ঘটনা ঘটে। চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়।
হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব বলেন, ‘এই ইউপির তিন ডিলার দলীয় নেতা। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহমুদুল রঞ্জু, সম্পাদক আনিসুর রহমান হীরা এবং ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম এই চালের ডিলার। দলীয় নেতারা এভাবে ডিলারশিপ পাওয়ায় কোনো অঘটন ঘটলে প্রশাসন তদবিরের চাপে কোণঠাসা হয়ে পড়ে। ফলে চাল চুরি বন্ধ হয় না।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হোসাইন বলেন, ‘ন্যায্যমূল্যে চাল হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার বলেন, ‘চাল চুরির একাধিক ঘটনায় সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, ‘কিছু অসাধু মানুষ এই কাজ করে থাকেন। তবে চাল চুরির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।’
গোপালপুর থেকে ১০ টাকা কেজি দরের ১১১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় কয়েকটি খালি বস্তাও উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর উপজেলার নগদা শিমলা এলাকায় অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলার নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী বিপ্লব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬৯ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাল এবং খালি বস্তা উদ্ধার করে উপজেলা প্রশাসন। পরে নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী আয়নাল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ীরা পালিয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটক করা হয়। নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে গোপালপুরে ন্যায্যমূল্যের চাল চুরি থামছেই না। অধিকাংশ ডিলার সরকারি দলের নেতা-কর্মী ও প্রভাবশালীদের আত্মীয়স্বজন হওয়ায় স্থানীয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপে পড়ছে।
জানা গেছে, উপজেলার পৌরসভা ও সাত ইউনিয়ন পরিষদের আওতায় ১০ হাজার ৫২৬টি পরিবারকে ১০ টাকা কেজি দরের চাল সরবরাহ করা হয়। এ জন্য ডিলার রয়েছে ২১ জন। প্রতিটি কার্ডহোল্ডার মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর—এ পাঁচ মাসের প্রতি মাসে ৩০ কেজি হারে ১৫০ কেজি চাল পেয়ে থাকে। অভিযোগ রয়েছে—সচ্ছল পরিবারে অনেকে কার্ড পেয়েছেন। তাঁরা এসব চাল ওঠানোর পর বিক্রি করে দেন।
চাল বিতরণের ট্যাগ কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা রাসেল বলেন, ‘চাল নেওয়ার পর ভোক্তারা কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় এসব চাল বিক্রি করে দেন। আর একশ্রেণির ব্যবসায়ী তা কিনে মজুত করেন। প্রশাসন অবৈধভাবে মজুত করা সেই চাল আটক করে মামলা দেন।’
দেখা যায়, গত এক বছরে ছয়বার চোরাই চাল উদ্ধারের ঘটনা ঘটে। চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়।
হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব বলেন, ‘এই ইউপির তিন ডিলার দলীয় নেতা। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহমুদুল রঞ্জু, সম্পাদক আনিসুর রহমান হীরা এবং ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম এই চালের ডিলার। দলীয় নেতারা এভাবে ডিলারশিপ পাওয়ায় কোনো অঘটন ঘটলে প্রশাসন তদবিরের চাপে কোণঠাসা হয়ে পড়ে। ফলে চাল চুরি বন্ধ হয় না।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হোসাইন বলেন, ‘ন্যায্যমূল্যে চাল হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার বলেন, ‘চাল চুরির একাধিক ঘটনায় সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, ‘কিছু অসাধু মানুষ এই কাজ করে থাকেন। তবে চাল চুরির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪