নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পাঁচ বছর আগেও রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ অনেক রাস্তাঘাট ছিল সরু। অলিগলিতেও দেখা যেত অটোরিকশার জট। এখন গুরুত্বপূর্ণ সব রাস্তাই প্রশস্ত। নতুন করেও সড়ক নির্মাণ করা হয়েছে। শহরের আলোকায়ন নজর কাড়ে যে কারও। রাজশাহী এখন পরিচিতি পেয়েছে দেশের সেরা শহর হিসেবে। আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এসব উন্নয়ন দেখিয়েই আবারও ভোট চাইবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
দলীয় টিকিট পেয়েই ভোটের মাঠ গোছাতে শুরু করেছেন লিটন। এর অংশ হিসেবে তিনি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। বলছেন, গত পাঁচ বছরে রাজশাহী শহরের যে উন্নয়ন হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এত উন্নয়নের জন্যই মানুষ আবার নৌকায় ভোট দেবেন বলে তিনি মনে করছেন।
রাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ১৫ এপ্রিল লিটনকে আবারও মনোনয়ন দেওয়া হয়। ২০০৮ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচিত হন। কিন্তু তাঁর পাঁচ বছর মেয়াদের বেশির ভাগ সময়ই চেয়ারে বসতে পারেননি। এক ডজনেরও বেশি মামলার আসামি হন তিনি। ফলে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বুলবুল মেয়র থাকাকালে নগরবাসীর সামনে কোনো উন্নয়ন পরিকল্পনাও হাজির করতে পারেননি। ভেঙে পড়েছিল নাগরিক সেবা। যদিও বুলবুলের দাবি, প্রতিহিংসার বশে তাঁকে কোনো উন্নয়ন বরাদ্দ দেয়নি সরকার। এ কারণে নগরীর উন্নয়ন ব্যাহত হয়েছিল তাঁর সময়ে।
তবে ২০১৮ সালের নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হন লিটন। নির্বাচনের কিছুদিন পরই প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেন। রাসিকের ইতিহাসে একসঙ্গে এটিই সবচেয়ে বেশি বরাদ্দের রেকর্ড। এই বিপুল টাকা বরাদ্দের ফলে উন্নয়ন-সৌন্দর্যে প্রতিনিয়তই বদলে যাচ্ছে রাজশাহী মহানগরী।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপি চুপ। দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে এখন পর্যন্ত জানাচ্ছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিগগির তাদের মেয়র প্রার্থী চূড়ান্ত করবে বলে জানা গেছে। আওয়ামী লীগের প্রার্থী লিটন মনে করছেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী দিতে পারে। অথবা নির্বাচন বানচালের অপচেষ্টাও করতে পারে।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। উন্নয়নের ছোঁয়ায় রাজশাহীও বদলে গেছে। প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, আলোকায়নসহ সর্বক্ষেত্রে মহানগরীর উন্নয়ন হয়েছে; যার সুফল পাচ্ছে এ অঞ্চলের মানুষ। এ নগরীর সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার সরকার যেটি বলে, সেটি বাস্তবায়ন করে।
পাঁচ বছর আগেও রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ অনেক রাস্তাঘাট ছিল সরু। অলিগলিতেও দেখা যেত অটোরিকশার জট। এখন গুরুত্বপূর্ণ সব রাস্তাই প্রশস্ত। নতুন করেও সড়ক নির্মাণ করা হয়েছে। শহরের আলোকায়ন নজর কাড়ে যে কারও। রাজশাহী এখন পরিচিতি পেয়েছে দেশের সেরা শহর হিসেবে। আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এসব উন্নয়ন দেখিয়েই আবারও ভোট চাইবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
দলীয় টিকিট পেয়েই ভোটের মাঠ গোছাতে শুরু করেছেন লিটন। এর অংশ হিসেবে তিনি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। বলছেন, গত পাঁচ বছরে রাজশাহী শহরের যে উন্নয়ন হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এত উন্নয়নের জন্যই মানুষ আবার নৌকায় ভোট দেবেন বলে তিনি মনে করছেন।
রাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ১৫ এপ্রিল লিটনকে আবারও মনোনয়ন দেওয়া হয়। ২০০৮ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচিত হন। কিন্তু তাঁর পাঁচ বছর মেয়াদের বেশির ভাগ সময়ই চেয়ারে বসতে পারেননি। এক ডজনেরও বেশি মামলার আসামি হন তিনি। ফলে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বুলবুল মেয়র থাকাকালে নগরবাসীর সামনে কোনো উন্নয়ন পরিকল্পনাও হাজির করতে পারেননি। ভেঙে পড়েছিল নাগরিক সেবা। যদিও বুলবুলের দাবি, প্রতিহিংসার বশে তাঁকে কোনো উন্নয়ন বরাদ্দ দেয়নি সরকার। এ কারণে নগরীর উন্নয়ন ব্যাহত হয়েছিল তাঁর সময়ে।
তবে ২০১৮ সালের নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হন লিটন। নির্বাচনের কিছুদিন পরই প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেন। রাসিকের ইতিহাসে একসঙ্গে এটিই সবচেয়ে বেশি বরাদ্দের রেকর্ড। এই বিপুল টাকা বরাদ্দের ফলে উন্নয়ন-সৌন্দর্যে প্রতিনিয়তই বদলে যাচ্ছে রাজশাহী মহানগরী।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপি চুপ। দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে এখন পর্যন্ত জানাচ্ছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিগগির তাদের মেয়র প্রার্থী চূড়ান্ত করবে বলে জানা গেছে। আওয়ামী লীগের প্রার্থী লিটন মনে করছেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী দিতে পারে। অথবা নির্বাচন বানচালের অপচেষ্টাও করতে পারে।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। উন্নয়নের ছোঁয়ায় রাজশাহীও বদলে গেছে। প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, আলোকায়নসহ সর্বক্ষেত্রে মহানগরীর উন্নয়ন হয়েছে; যার সুফল পাচ্ছে এ অঞ্চলের মানুষ। এ নগরীর সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার সরকার যেটি বলে, সেটি বাস্তবায়ন করে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫