Ajker Patrika

প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

পাবনার বেড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এ মানববন্ধন হয়।

এ সময় তাঁরা হামলার জন্য সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলীকে দায়ী করেন। মানববন্ধন থেকে মো. নায়েব আলীকে দুর্নীতিবাজ, চরিত্রহীন ও সন্ত্রাসী আখ্যা দিয়ে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

সন্ত্রাসী হামলার শিকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, গত সোমবার আমি দাপ্তরিক কাজে রাজশাহী যাচ্ছিলাম। সকাল পৌনে সাতটার দিকে বেড়া সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে আমার ওপর নায়েব আলীসহ তাঁর সহযোগীরা হামলা করে। এ সময় নায়েব আলী আমির সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেন। ওই ব্যাগের ৫০ হাজার টাকা ও বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এ বিষয়ে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো. আব্দুস সালাম বলেন, ‘সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলীকে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ বরখাস্ত করার পর থেকেই তিনি নানাভাবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছিলেন। এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

বিদ্যালয়ের দপ্তরি মনিরুল ইসলাম অভিযোগে বলেন, ‘নায়েব আলী আমাকে প্রায় সময়ই বিভিন্ন অনৈতিক ফরমায়েশ করতেন। সেসব ফরমায়েশ না শুনলে অকথ্য ভাষায় গালাগাল করতেন।’

ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব আলী আমাকে সবসময় মানসিক নির্যাতন করতেন। আমার মাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাঁকে বাবা ডাকতে বাধ্য করতেন।’

অভিযোগের বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলী বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। আমি ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে অত্যন্ত সততা ও স্বচ্ছতার স্বাক্ষর রেখেছি। যা এলাকাবাসী ও সচেতন অভিভাবকেরা জানেন।’

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া করা হয়েছে। খুব অল্পসময়ে মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত