রুমা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রুমায় চারটি ইউনিয়নের তালিকাভুক্ত দেড় হাজার দুস্থ নারীদের ভিজিডি চাল বিতরণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা এ তথ্য জানিয়েছেন।
পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, ডিসেম্বর মাসের ভিজিডি চাল গত সপ্তাহ থেকে বিতরণ শুরু হয়। দুর্গম এলাকার উপকারভোগী দুস্থ নারীরা আসতে পারেননি। তবে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিশেষ তৎপরতায় খবর দিয়ে দুস্থ নারীদের ভিজিডি চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে দুস্থ নারীদের চাল দেওয়া হয়। রুমায় ৪টি ইউনিয়নের তালিকাভুক্ত ভিজিডি উপকারভোগী নারী ১ হাজার ৫৯৬ জন। এর মধ্যে পাইন্দু ইউনিয়নে ৩৬৭, রুমা সদর ইউনিয়নে ৫৯০, রেমাক্রী-প্রাংসা ইউনিয়নে ৩৩৬ ও গালেঙ্গ্যা ইউনিয়নে ৩০৩ জন তালিকাভুক্ত দুস্থ নারী রয়েছে। এ সব নারী ২০২১-২২ অর্থ বছরে ২৪ মাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল পান।
গত সোমবার দুপুরে রুমা সদর ইউপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, হাতে কার্ড নিয়ে সারিতে দাঁড়িয়ে আছেন নারীরা। চাল নিতে আসা দোমাচিং (২৮) ও উয়িনু মারমা (৩৫) বলেন, এক বছর ধরে প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়ায় পরিবার নিয়ে চলতে পারছি। তবে চাল নেওয়ার সময় প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা দিতে হয়।
রুমা সদর ইউপি সচিব উক্যথোয়াই চাক বলেন, ভিজিডি তালিকাভুক্ত ৫৯০ উপকারভোগী চাল উত্তোলনের সময় ২০০ টাকা করে জমা দেন। এই টাকা ২৪ মাসের চক্র শেষে একসঙ্গে ওই টাকা ফেরত দেওয়া হবে।
ছাইপোপাড়ার বাসিন্দা উয়িনু মারমা বলেন, ‘দেড় বছর আগে আমাদের ছেড়ে স্বামী চলে গেছেন। তখন থেকে বাড়ির কোনো খোঁজ নেননি। তিন সন্তান নিয়ে ঘরে অনেক কষ্ট ছিলাম। ভিজিডি তালিকায় না ওঠার পর রান্নার চাল নিয়ে দুশ্চিন্তা কমেছে।’
রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা বলেন, নির্ধারিত ট্যাগ কর্মকর্তাদের উপস্থিতিতে চেয়ারম্যান ও সদস্যরা চাল বিতরণ করেন।
বান্দরবানের রুমায় চারটি ইউনিয়নের তালিকাভুক্ত দেড় হাজার দুস্থ নারীদের ভিজিডি চাল বিতরণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা এ তথ্য জানিয়েছেন।
পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, ডিসেম্বর মাসের ভিজিডি চাল গত সপ্তাহ থেকে বিতরণ শুরু হয়। দুর্গম এলাকার উপকারভোগী দুস্থ নারীরা আসতে পারেননি। তবে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিশেষ তৎপরতায় খবর দিয়ে দুস্থ নারীদের ভিজিডি চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে দুস্থ নারীদের চাল দেওয়া হয়। রুমায় ৪টি ইউনিয়নের তালিকাভুক্ত ভিজিডি উপকারভোগী নারী ১ হাজার ৫৯৬ জন। এর মধ্যে পাইন্দু ইউনিয়নে ৩৬৭, রুমা সদর ইউনিয়নে ৫৯০, রেমাক্রী-প্রাংসা ইউনিয়নে ৩৩৬ ও গালেঙ্গ্যা ইউনিয়নে ৩০৩ জন তালিকাভুক্ত দুস্থ নারী রয়েছে। এ সব নারী ২০২১-২২ অর্থ বছরে ২৪ মাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল পান।
গত সোমবার দুপুরে রুমা সদর ইউপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, হাতে কার্ড নিয়ে সারিতে দাঁড়িয়ে আছেন নারীরা। চাল নিতে আসা দোমাচিং (২৮) ও উয়িনু মারমা (৩৫) বলেন, এক বছর ধরে প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়ায় পরিবার নিয়ে চলতে পারছি। তবে চাল নেওয়ার সময় প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা দিতে হয়।
রুমা সদর ইউপি সচিব উক্যথোয়াই চাক বলেন, ভিজিডি তালিকাভুক্ত ৫৯০ উপকারভোগী চাল উত্তোলনের সময় ২০০ টাকা করে জমা দেন। এই টাকা ২৪ মাসের চক্র শেষে একসঙ্গে ওই টাকা ফেরত দেওয়া হবে।
ছাইপোপাড়ার বাসিন্দা উয়িনু মারমা বলেন, ‘দেড় বছর আগে আমাদের ছেড়ে স্বামী চলে গেছেন। তখন থেকে বাড়ির কোনো খোঁজ নেননি। তিন সন্তান নিয়ে ঘরে অনেক কষ্ট ছিলাম। ভিজিডি তালিকায় না ওঠার পর রান্নার চাল নিয়ে দুশ্চিন্তা কমেছে।’
রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা বলেন, নির্ধারিত ট্যাগ কর্মকর্তাদের উপস্থিতিতে চেয়ারম্যান ও সদস্যরা চাল বিতরণ করেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪