Ajker Patrika

ওমিক্রন ঠেকাতে হিলি স্থলবন্দরে সতর্কতা

হিলি স্থলবন্দর প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৮
Thumbnail image

ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের করোনামুক্ত সনদ ও স্বাস্থ্য পরীক্ষাসহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পণ্যবাহী ট্রাকচালকদের তাপমাত্রা পরিমাপ ও ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশে ফেরা যাত্রীরা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য সহকারী ফয়সাল হোসেন জানান, ওমিক্রন রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল দল সার্বক্ষণিক কাজ করছে। তবে বিশেষ করে করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু এই পথ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে। তাই ভারত থেকে আসা প্রত্যেক পাসপোর্ট যাত্রীদের বাধ্যতামূলক করোনা নেগেটিভ সনদ নেওয়া হচ্ছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা ও যাতায়াতের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ভারত থেকে ফেরা যাত্রী সুমন কুমার বলেন, ‘আমি ভারতের চেন্নাইতে চিকিৎসার জন্য গিয়েছিলাম। আজ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে আসলাম। দেশে আসার আগে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে হয়েছে। এরপরও নানা পরীক্ষা-নিরীক্ষা করে সন্তোষজনক হলেই ছাড় দিচ্ছেন।’

হিলি স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, করোনার সংক্রমণ রোধে ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে আসা ট্রাকগুলোতে দুই দফায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। প্রথমে সীমান্তের শূন্য রেখা ও বন্দরের ভেতরে প্রবেশমুখে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সেই সঙ্গে ভারতীয় ট্রাকের চালক ও হেলপারদের তাপমাত্রা মাপা হচ্ছে এবং তাঁদের মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় এই কার্যক্রম জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত