Ajker Patrika

কাঠি দিয়ে ফুল বানাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২২, ০৯: ৩৯
কাঠি দিয়ে ফুল বানাও

আইসক্রিম খাওয়ার পরে যে কাঠিটা তুমি ফেলে দাও, সেটি দিয়ে কিন্তু সুন্দর ফুল বানানো যায়। কী বিশ্বাস হচ্ছে না? ভাবছ কীভাবে বানাবে? দাঁড়াও বলছি। এটি খুব সহজেই বানাতে পারবে। এর জন্য বেশ কয়েকটি কাঠি জমাতে হবে।

উপকরণ
আইসক্রিমের কাঠি ৫টি, রং করার জন্য ব্রাশ ১টি, বেগুনি, কমলা ও সবুজ রঙের অ্যাক্রিলিক রং, আঠা, অর্থাৎ গ্লু, কাঁচি, ফিতা বা পমপম।

যেভাবে বানাবে
প্রথমে আইসক্রিমের চারটি কাঠি ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে। এবার প্রতিটি কাঠি তোমার ইচ্ছেমতো রং করে নেবে। চাইলে প্রতিটি কাঠিতে এক রং করতে পারো আবার পছন্দ অনুযায়ী আলাদা রংও করতে পারো। এবার আঠার সাহায্যে কাঠিগুলোকে আড়াআড়ি করে লাগিয়ে নাও। দেখে মনে হবে সুন্দর ফুল ফুটে আছে। এবার আরেকটি কাঠি সবুজ রং করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। শুকিয়ে গেলে ফুলের পেছনের অংশে এমনভাবে লাগিয়ে দাও যেন দেখে মনে হয় এটি ফুলের ডাঁটি। এবার ফুলের মাঝ বরাবর গোল করে কেটে নেওয়া কমলা রঙের কাগজ বসিয়ে দাও। আর সবুজ রঙের কাঠির নিচের অংশে আঠা দিয়ে লাগিয়ে নাও দুটি সবুজ রঙের ফিতা। ব্যস, হয়ে গেল কাঠি দিয়ে তৈরি ফুল। এমন ফুল বন্ধুকে উপহারও দিতে পারো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত