Ajker Patrika

প্রচারে ব্যস্ত সময় পার সদস্য পদপ্রার্থীদের

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রচারে ব্যস্ত সময় পার সদস্য পদপ্রার্থীদের

জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের দেওয়ানগঞ্জে প্রচারে ব্যস্ত সময় পার করছেন সদস্য পদের প্রার্থী ও কর্মী-সমর্থকেরা। তাঁরা ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কুশল বিনিময় করছেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। করা হচ্ছে নানা হিসাব-নিকাশ। এ ছাড়া ইউনিয়ন পরিষদ, পৌরসভা ভবন ও উপজেলা চত্বরের পাশাপাশি জনসমাগম হয় এমন জায়গায় সাঁটানো হয়েছে নির্বাচনী পোস্টার, ব্যানার।

এ দিকে সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ ততই স্পষ্ট হয়ে উঠছে। প্রত্যেক প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে নারী সদস্য পদে দুজন আর পুরুষ সদস্য পদে তিনজন প্রার্থী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। পুরুষ সদস্য পদে দেওয়ানগঞ্জ থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. আসলাম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ও ব্যবসায়ী লুৎফর রহমান প্রচারে অংশ নিয়েছেন। অন্যদিকে নারী সদস্য পদে জেলা যুব মহিলা লীগের সহসভাপতি সেলিনা আকতার ও মরিয়ম বেগম প্রচার চালাচ্ছেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসলাম হোসেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় তাঁর যথেষ্ট সুনামও রয়েছে। অপর প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদের ব্যবহারে মানুষ তাঁর ওপর সন্তুষ্ট। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই।

তবে সদস্য পদে তিনজন প্রার্থীর মধ্যে দুজন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় কর্মী-সমর্থক ও ভোটারেরা প্রকাশ্যে প্রচারে অংশ নিচ্ছেন না।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান, সদস্য ও কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রার্থীরা নিয়মিত যোগাযোগ করছেন, ভোট চাচ্ছেন। যেহেতু সব প্রার্থীই আওয়ামী লীগের তাই সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন তাঁরা। তবুও ভোট যেহেতু দিতে হবে তাই ভেবেচিন্তে যোগ্য প্রার্থীকেই দেবেন বলে জানান তাঁরা। যাকে দিয়ে এ জনপদের উন্নয়ন হবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত