ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৮ দশমিক ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় পদ্মা নদীর বিপৎসীমা ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার।
পানি বৃদ্ধির ফলে ফরিদপুর সদর উপজেলা দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চরাঞ্চলের চল্লিশটি গ্রামে পানি প্রবেশ করেছে। এ ছাড়া গত দুই দিনে পদ্মা ও মধুমতি নদী ভাঙনে ৩৯ বসতভিটা নদীর গর্ভে বিলীন হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানিয়েছেন, আমার ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত। এ কারণে পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ২৮-৩০ গ্রামের নিম্নাঞ্চলের পানি প্রবেশ করেছে। সেখানকার ১শ একর পাট ও ৫০ একর বাদাম খেত তলিয়ে গেছে।
এই উপজেলার ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিন্টু ফকির বলেন, ‘আমার ৫শ পরিবার এখন পানি বন্দী। ১০ থেকে ১২টি গ্রামে পানি এসেছে। এই সব এলাকার ১শ একর বাদাম ও ২০ একর পাটে খেত তলিয়েছে। এই পানিতে কৃষকের খেতের ফসলের ক্ষতি হচ্ছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি।’
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, ‘পানি বৃদ্ধির খবরে আমি চরাঞ্চলে পরিদর্শনে গিয়েছি। সেখান মানুষের সঙ্গে কথা বলেছি। যে সব চাষিরা এখনো খেত থেকে বাদাম তুলতে পারেনি তাঁদের খেত তলিয়ে গেছে। এ ছাড়া পাট, ধান ও কলা বাগানে পানি এসেছে।’
সরকারি এই কর্মকর্তা আরও বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আমরা যোগাযোগ রাখছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, যমুনার পানি বৃদ্ধির কারণে ফরিদপুরের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। আমরা বালু ভর্তি জিওব্যাগ ফেলে সেটিকে রক্ষা করার চেষ্টা করছি।
পার্থ প্রতিম সাহা বলেন, ‘পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে আজ কালের মধ্যে সেটি অতিক্রম করবে।’
ফরিদপুরে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৮ দশমিক ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় পদ্মা নদীর বিপৎসীমা ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার।
পানি বৃদ্ধির ফলে ফরিদপুর সদর উপজেলা দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চরাঞ্চলের চল্লিশটি গ্রামে পানি প্রবেশ করেছে। এ ছাড়া গত দুই দিনে পদ্মা ও মধুমতি নদী ভাঙনে ৩৯ বসতভিটা নদীর গর্ভে বিলীন হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানিয়েছেন, আমার ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত। এ কারণে পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ২৮-৩০ গ্রামের নিম্নাঞ্চলের পানি প্রবেশ করেছে। সেখানকার ১শ একর পাট ও ৫০ একর বাদাম খেত তলিয়ে গেছে।
এই উপজেলার ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিন্টু ফকির বলেন, ‘আমার ৫শ পরিবার এখন পানি বন্দী। ১০ থেকে ১২টি গ্রামে পানি এসেছে। এই সব এলাকার ১শ একর বাদাম ও ২০ একর পাটে খেত তলিয়েছে। এই পানিতে কৃষকের খেতের ফসলের ক্ষতি হচ্ছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি।’
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, ‘পানি বৃদ্ধির খবরে আমি চরাঞ্চলে পরিদর্শনে গিয়েছি। সেখান মানুষের সঙ্গে কথা বলেছি। যে সব চাষিরা এখনো খেত থেকে বাদাম তুলতে পারেনি তাঁদের খেত তলিয়ে গেছে। এ ছাড়া পাট, ধান ও কলা বাগানে পানি এসেছে।’
সরকারি এই কর্মকর্তা আরও বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আমরা যোগাযোগ রাখছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, যমুনার পানি বৃদ্ধির কারণে ফরিদপুরের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। আমরা বালু ভর্তি জিওব্যাগ ফেলে সেটিকে রক্ষা করার চেষ্টা করছি।
পার্থ প্রতিম সাহা বলেন, ‘পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে আজ কালের মধ্যে সেটি অতিক্রম করবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫