Ajker Patrika

পানিতে ১৫০০ হেক্টরের ধান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২: ৫৯
পানিতে ১৫০০ হেক্টরের ধান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পলক ও লাঘাটা নদীতে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছে একটি প্রভাবশালী মহল। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ইয়াওয়ের বন ও কেওলার হাওরের প্রায় ১ হাজার ৫০০ হেক্টর আমন ধানের চারা পানিতে তলিয়ে আছে।

চার দিন ধরে জলাবদ্ধতা থাকায় আমন ধানের চারা পচে নষ্ট হচ্ছে। বাঁশের বেড়া অপসারণ করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা।

ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, পতনউষার ইউনিয়নের পলক ও লাঘাটা নদীতে অবৈধ বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করে আসছে প্রভাবশালী মহল। এর প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। অবৈধ বেড়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ইয়াওয়ের বন ও কেওলার হাওরের আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। অনেক কষ্ট করে ওই সব জমিতে ধানের চারা রোপণ করলেও তা পচে নষ্ট হচ্ছে। চোখের সামনেই আমন ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন কৃষকেরা।

গতকাল সোমবার উপজেলার লাঘাটা ও পলক নদীতে গিয়ে দেখা গেছে, দুই নদীতে মাছ শিকারের জন্য প্রায় ১৫টি অবৈধ বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এসব বেড়ার কারণে ইয়াওয়ের বন ও কেওলার হাওরে গত চার দিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমন ধানের চারা পচে নষ্ট হচ্ছে। ইয়াওয়ের বনের প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। ফসল রক্ষার জন্য শ্রীসূর্য্য, মনসুর পুর, মাইজগাঁও, ব্রাহ্মণউষার এলাকার কৃষকেরা বিক্ষোভ করেছেন।

স্থানীয় কৃষক সমুজ মিয়া, মানিক মিয়া, সাবজ খান, নিলু শীলসহ অনেকেই বলেন, প্রতি বছর পলক নদী ও লাঘাটা নদীতে অবৈধভাবে একটি প্রভাবশালী মহল বাঁশের বেড়া দিয়ে মাছ শিকারের জন্য জলাবদ্ধতা সৃষ্টি করে। বেড়া অপসারণের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানানোর পরও কোনো সমাধান পাওয়া যায়নি। জলাবদ্ধতার কারণে ফসল পচে নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, অবৈধ বাঁশের বেড়া অপসারণ করে দ্রুত পানি নামানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান সিদ্দিকি বলেন, লাঘাটা ও পলক নদীতে অবৈধ বাঁশের বেড়া অপসারণের জন্য নোটিশ পাঠানো হবে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, অবৈধ বাঁশের বেড়া অপসারণে নোটিশ পাঠানোর জন্য মৎস্য অধিদপ্তরকে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত