Ajker Patrika

এখন থেকে ই-টিডিএস সুবিধা নেবে প্রাইম ব্যাংক

বিজ্ঞপ্তি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ১৫
Thumbnail image

এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্দেশিত ইলেকট্রনিক ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স (ই-টিডিএস) সুবিধা গ্রহণ করবে প্রাইম ব্যাংক। এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা অতি দ্রুত সময়ের মধ্যে উৎসে কর কর্তন (টিডিএস) সনদ, মাসিক রিপোর্ট, স্বয়ংক্রিয় চালানসহ উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সনদ পাবেন।

এ সংক্রান্ত অনুষ্ঠানে এনবিআর কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান, অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান খান, ডেপুটি কর কমিশনার মো. আরিফুল হক, এনবিআরের সিনিয়র অ্যানালিস্ট কাজী মোহাম্মদ জিয়াউল হক এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন, ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ইভিপি মোহাম্মদ নুরনবী, ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশনের এসভিপি মোহাম্মদ ফারহান আদেলসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘গ্রাহক মান উন্নয়নে প্রাইম ব্যাংক নিজস্ব সেবাগুলো ডিজিটাল করার ক্ষেত্রে সর্বদা অগ্রগামী। এই উৎসে কর কর্তন পরিষেবা শুরু করার মাধ্যমে আমাদের করপোরেট গ্রাহকেরা তাঁদের ট্যাক্স রিটার্ন প্রক্রিয়া ডিজিটালি সম্পন্ন করতে সক্ষম হবেন।’ —বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত