Ajker Patrika

চিকিৎসক পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১০ মার্চ ২০২২, ১২: ১৯
চিকিৎসক পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে চিকিৎসক ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত মঙ্গলবার উপজেলার লাঙ্গলবন্দ চিড়ইপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জাংগাল এলাকার মনির হোসেনের দুই ছেলে মো. সোহাগ (৩৯) এবং নূর মোহাম্মদ সুজন (২৭)। পলাতক রয়েছেন আরেক ভাই সোহেল মাহমুদ খান।

গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১-এর উপপরিচালক একেএম মুনিরুল আলম এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বন্দরের চিড়াইপাড়া এলাকার মা মেডিকেল হল অ্যান্ড ডক্টরস চেম্বার প্রতিষ্ঠানের পরিচালক। তারা কম্পাউন্ডার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করতেন। রোগীদের সমস্যার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নানান ভ্যাকসিন প্রদান করতেন। তবে তাদের কারওরই মেডিকেল কিংবা মেডিসিন বিষয়ক শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট নেই।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের ছোট ভাই সোহেল মাহমুদ খানও ভুয়া চিকিৎসক। অভিযানের সময় তিনি পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁরা সাংবাদিকতার পরিচয় দিয়েও আসছিলেন। গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তাদের এই ব্যবসা চালানোর জন্য সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। এ ছাড়া ড্রাগ লাইসেন্স ছাড়াই ফার্মেসিতে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত