Ajker Patrika

মেডিকেলে চান্স পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৪: ২৪
মেডিকেলে চান্স পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

তালার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া দুই শিক্ষার্থী অমিত সাধু ও অনিক রায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ হলরুমে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ শিক্ষক রেজাউল করিম, কালিদাস চন্দ্র মন্ডল, আব্দুল সবুর, মোশারফ হোসেন, সাইদুর রহমান, মশিয়ার রহমান প্রমুখ।

অমিত সাধু খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নাছিরপুর গ্রামের প্রদীপ সাধুর ছেলে। অমিত ২৮৬.২৫ নম্বর পেয়ে ৮০তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। অনিক রায় চৌধুরী উপজেলার মাগুরা গ্রামের অচিন রায় চৌধুরী ছেলে। অনিক রায় ৭৪ নম্বর পেয়ে খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।

অমিত সাধু বলেন, ‘আমি খুব খুশি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।’

অনিক রায় বলেন, ‘ডাক্তারি একটা মহান পেশা। আমি পড়াশুনা শেষ করে যেন মানুষের সেবা করতে পারি। সবাই দোয়া করবেন।’

শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম বলেন, ‘এ বছরও আমাদের কলেজ থেকে ঢামেক ও খুমেকে দুই শিক্ষার্থী চান্স পেয়েছেন। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত