Ajker Patrika

কমনওয়েলথের ব্যর্থতা কি তুরস্কে ভুলতে পারবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ০৫
কমনওয়েলথের ব্যর্থতা কি তুরস্কে ভুলতে পারবে বাংলাদেশ

সাফল্যের সম্ভাবনা বলতে গেলে শূন্যই ছিল, তবু বেঁচে ছিল আশা। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার সেতুবন্ধন ঘটেনি। হয়নি কোনো অসাধারণ কিছু। পদকের খাতায় শূন্য যোগ করে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্যর্থ এক অভিযান শেষ করেছে বাংলাদেশ।

বার্মিংহাম গেমসে বাংলাদেশের শেষ ডিসিপ্লিন ছিল কুস্তি। আগের ছয় ডিসিপ্লিনের ব্যর্থতা ধরে রেখে ভরাডুবি ঘটেছে কুস্তিতেও। বাংলাদেশের তিন কুস্তিগির দোলা খাতুন, আবদুর রশিদ হাওলাদার ও লিটন বিশ্বাস প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের কোনো সুযোগই পাননি। জিততে পারেননি একটি পয়েন্টও। শরীরনির্ভর খেলায় বাংলাদেশের খেলোয়াড়েরা শক্তি আর কৌশলে কতটা পিছিয়ে বার্মিংহাম গেমস সেটা বুঝিয়ে দিল আরেকবার।

আগের কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশের যত অর্জন, সবই ছিল শুটিং থেকে। সাফল্য আসতে পারত আর্চারি থেকেও। কিন্তু এবারের কমনওয়েলথ গেমসের ডিসিপ্লিন থেকে শুটিং আর আর্চারিকে বাদ দেওয়ায় চিন্তায় পড়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সাত ডিসিপ্লিনের ব্যর্থ এক অভিযানে অর্জন শুধু ‘অভিজ্ঞতা’। অতীতেও বাংলাদেশের অ্যাথলেটরা অভিজ্ঞতা অর্জন করেছেন, এবারও করলেন। কিন্তু এত অভিজ্ঞতা কতটা কাজে লাগে, সেই উত্তর এখনো অজানা। ভালো মানের কোচ, উন্নত সুযোগ-সুবিধা আর দীর্ঘ প্রশিক্ষণ ছাড়া যে পদক আসে না, সেটা জেনেও উদ্যোগ নেন না কর্মকর্তারা।

 কমনওয়েলথ গেমস থেকে শূন্য হাতে ফিরলেও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত জায়গা করে নিয়েছেন ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনে। এসএ গেমসে দুই সোনাজয়ী মাবিয়াকে গার্ডিয়ান উপস্থাপন করেছে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে। কমনওয়েলথের ব্যর্থতা ভুলে ফেডারেশনের কর্মকর্তারা পাখির চোখ করেছেন ৯ আগস্ট তুরস্কের কোনিয়ায় হতে যাওয়া ইসলামিক সলিডারিটি গেমসের দিকে। বার্মিংহামের আনুষ্ঠানিকতা শেষে খেলোয়াড়েরা চলে যাবেন কোনিয়ায়। সেখানে বাংলাদেশ অংশ নেবে ১১ ডিসিপ্লিনে। কমনওয়েলথে না থাকলেও সলিডারিটি গেমসে আছে শুটিং ও আর্চারি।

সলিডারিটি গেমস শুধু ইসলামিক অন্তর্ভুক্ত দেশগুলোর হওয়ায় আছে পদকের সম্ভাবনাও। কমনওয়েলথ থেকে অর্জিত অভিজ্ঞতা তুরস্কে কাজে লাগাতে পারলে একবারে শূন্য হাতে দেশে ফিরতে হবে না অ্যাথলেটদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত