Ajker Patrika

ত্বকচর্চার সামগ্রী রাখার ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ৪৩
ত্বকচর্চার সামগ্রী রাখার ফ্রিজ

ছোট্ট একটি ফ্রিজ। চাইলে সেটা সবখানে নিয়ে যাওয়া যায়। ত্বকে শীতলভাব আনে এমন পণ্যগুলো এই ফ্রিজে রাখা যাবে। যেমন শিট মাস্ক, টোনার, জেলজাতীয় পণ্য, ফেশিয়াল রোলার ইত্যাদি।

মূলত ত্বকে ঠান্ডা অনুভূতি পেতে স্কিন কেয়ার পণ্য ফ্রিজে রাখা হয়। আই ক্রিম ফ্রিজে রাখার পর ব্যবহার করলে ক্লান্তিভাব ও ডার্ক সার্কেল দূর হয়। ঠান্ডা করে টোনার ব্যবহার করলে ত্বকের লালচে ভাব কমে। লিপবাম ফ্রিজে রাখলে তা দীর্ঘদিন ভালো থাকে।

এ ধরনের কোনো কোনো ব্র্যান্ডের ফ্রিজে হিট ফাংশন ফিচার থাকে। এর মাধ্যমে ভেজা তোয়ালে কিছুটা গরম করে বাসায় বসে স্পা করা যায়। ছোট এই ফ্রিজের মধ্যে একটি শেলফ থাকে। চাইলে সেটি বাইরে বের করা যায়। ফলে লম্বা বোতলও ফ্রিজে রাখা সম্ভব হয়। এই ফ্রিজের দরজায় আয়না আছে বলে ক্রিম বা টোনার লাগানোর সময় আলাদা করে আয়নার সামনে যেতে হয় না। চাইলে ফ্রিজটিতে চকলেট বা কোমল পানীয়ও রাখতে পারবেন।

দরদাম

বিভিন্ন অনলাইন শপে ৮ লিটারের একটি স্কিন কেয়ার ফ্রিজ ৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।

সূত্র: রিয়েল সিম্পল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত