Ajker Patrika

মির্জা আব্বাসের অবস্থা আগের চেয়ে ভালো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ১৬
মির্জা আব্বাসের অবস্থা আগের চেয়ে ভালো

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অবস্থা এখন আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। গতকাল বুধবার আজকের পত্রিকাকে তিনি এ তথ্য জানান।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

বিএনপির নেতা রফিকুল ইসলাম জানান, হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের চিকিৎসা চলছে। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। মির্জা আব্বাসের সুস্থতার জন্য তাঁর স্ত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও ডা. শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসাধীন।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও অসুস্থ বলে খবর পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। গতকাল আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, বেশ কয়েক দিন ধরেই তিনি (আলাল) অসুস্থ। পরীক্ষা করে গত সোমবার তাঁর কিডনিতে টিউমার ধরা পড়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে মঙ্গলবার আলালের বায়োপসি করা হয়েছে। বায়োপসি প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত