Ajker Patrika

ভালোবাসার প্রমাণ দিতে তরুণীর বিষপান, মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১: ৫৭
ভালোবাসার প্রমাণ দিতে তরুণীর বিষপান, মৃত্যু

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে বিবাহ করে রুনা আক্তার ও মনির উদ্দিন নামের দুই তরুণ-তরুণী। কয়েক মাসের মাথায় বিচ্ছেদ হয় তাদের। এরপর আবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। এরই মধ্যে আবারও মনোমালিন্য শুরু হয় তাদের; হয় বাগ্‌বিতণ্ডাও। একপর্যায়ে রুনার ভালোবাসার প্রমাণ দেখতে চায় মনির। রুনাও বিষ নিয়ে আসতে বলে মনিরকে।

আর সেই বিষ খেয়ে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রাণ গেল রুনা আক্তারের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৈয়দ মনির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুনা আক্তার ও গ্রেপ্তার মনির উপজেলার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুনা আক্তার এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। বুধবার সকালে রুনা প্রাইভেট পড়তে যাওয়ার সময় দেখা হয় মনিরের সঙ্গে। এ সময় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মনির রুনার ভালোবাসার প্রমাণ দেখতে চায়। তার এ কথায় রুনা বিষ আনতে বলে মনিরকে।

মনির দোকান থেকে চালের পোকা তাড়ানোর বিষ আনলে রুনা আক্তার তা খেয়ে ফেলে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মনির তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে খবর পেয়ে রুনার স্বজনেরা মনিরকে আটক করে পুলিশে দেন। বিকেলে রুনার শারীরিক অবস্থা অবনতি হয়। সন্ধ্যার দিকে রাজধানী ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায় রুনা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়ে বলেন, রুনার বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মামলা করেছেন। ওই মামলায় মনিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত