Ajker Patrika

বিষয়ভিত্তিক পরামর্শ: চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ

মো. আব্দুল করিম 
বিষয়ভিত্তিক পরামর্শ: চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মিডিয়ার মাধ্যমে সহজেই সমাজ-সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানা যায়। তাই অনেক সময় বলা হয় মিডিয়া-সমাজ-সংস্কৃতি তিনটি আলাদা আলাদা ‘এনটিটি’ হলেও একটি অপরটির পরিপূরকও বটে। মিডিয়ার একধরনের শক্তি আছে। এই শক্তি সমাজে-রাষ্ট্রে দুই ধরনের প্রভাব ফেলে। এই যে মিডিয়াকে সূর্যের সঙ্গে তুলনা, রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ বলা, কিংবা চলচ্চিত্র বা ফিল্মকে সমাজের প্রতিচ্ছবি বলা অথবা সমাজে মিডিয়ার প্রভাব কীভাবে কাজ করে; এসবের প্রশ্নসহ নানান প্রশ্নের উত্তর মিলবে মিডিয়া ও চলচ্চিত্রকে অধ্যয়নের মাধ্যমে। তা ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের যুগে যেখানে প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’, সেখানে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি হচ্ছে মিডিয়া। এই সময়ে নিজেকে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হবে। আর নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা কিংবা নিজেকে নিজের মতো করে মেলে ধরার অন্যতম ক্ষেত্র হচ্ছে এই (গণমাধ্যম) শিল্প খাত। আপনার নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর অপার সম্ভাবনা রয়েছে এ খাতে। বাংলাদেশসহ পুরো পৃথিবীতেই মিডিয়ার যথেষ্ট প্রভাব বিদ্যমান। এসব প্রভাব যেন সমাজে ইতিবাচকভাবে প্রতিফলিত হয়, তার জন্য মিডিয়া-ফিল্মকে অধ্যয়ন জরুরি।

বৈচিত্র্যময় বিষয়
চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে রয়েছে নানান বৈচিত্র্য। এটি কোনো গতানুগতিক ও বিচ্ছিন্ন বিষয় নয়। এটি কলা অনুষদ বা কোথাও কোথাও সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত একটি বিষয়। এ বিষয়ে গণমাধ্যম ও ফিল্ম অধ্যয়নের শুরুর দিক থেকে বর্তমান মিডিয়া কিংবা ফিল্ম জগতে কী ঘটছে তার অনুসন্ধান করা হয়।

যোগাযোগের ধরন, মানবিক যোগাযোগ, সাংবাদিকতার ইতিহাস, ধরন, সংবাদ সংগ্রহ, লেখন, সম্পাদনা, পেজ-মেকআপ, সাংবাদিকতার নীতি ও শৈলী, টেলিভিশন, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ফটোগ্রাফি, নিউ মিডিয়া, জনসংযোগ, চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্র তত্ত্ব, চলচ্চিত্র সমালোচনা, ডিজিটাল ফরম্যাটে চলচ্চিত্র নির্মাণ, চিত্রগ্রহণ, সম্পাদনা, অভিনয়, চিত্রনাট্য রচনা, শিল্প নির্দেশনা, পোশাক ও মেকআপ, চলচ্চিত্র প্রযোজনা, বাজারজাতকরণ, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রব্যক্তিত্ব, গ্রাফিকস অ্যান্ড অ্যানিমেশন, পলিটিক্যাল ইকোনমি অব গণমাধ্যম এবং গণমাধ্যম ও চলচ্চিত্র সম্পর্কে গবেষণা প্রভৃতি বিষয় সম্পর্কে পাঠদান করা হয়।

ফটোগ্রাফি, বিজ্ঞাপন নির্মাণ, পেজ-মেকআপ, টিভি অনুষ্ঠান নির্মাণ, শিল্প নির্দেশনা, চলচ্চিত্র নির্মাণ, চিত্রগ্রহণ, অভিনয়, ডকুমেন্টারি নির্মাণ, পোশাক ও মেকআপ, সম্পাদনা প্রভৃতি বিষয়ে অত্যাধুনিক ল্যাবের মাধ্যমে হাতেকলমে শেখানো হয়। 

কারা পড়বেন?
যাঁদের ছোটবেলা থেকেই সাহিত্য, সংস্কৃতি, সমাজ নিয়ে ভাবনা আছে, পত্রিকা, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের প্রতি আগ্রহ কাজ করে, নিজেকে সেলিব্রেটি হিসেবে দেখতে চায়, মানুষের প্রতি মন কাঁদে, নিজেদের বুদ্ধিমত্তাকে দক্ষতার সঙ্গে মেলে ধরার স্পৃহা কাজ করে, তাঁদের এ বিষয়ে পড়তে আসা উচিত। 

কোথায় পড়বেন? 
বিশ্বে গণমাধ্যম নিয়ে প্রাতিষ্ঠানিক অধ্যয়ন অনেক আগে শুরু হলেও বাংলাদেশে তুলনামূলকভাবে পরে শুরু হয়েছে। তা ছাড়া বাংলাদেশে চলচ্চিত্র অধ্যয়ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুরু হয় একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে। গণযোগাযোগ, গণমাধ্যম, সাংবাদিকতা, টেলিভিশন, ফটোগ্রাফি ও চলচ্চিত্র প্রভৃতি বিষয়ের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদানের অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আসে। সেই ধারাবাহিকতায় গণযোগাযোগের পাশাপাশি ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়েই চলচ্চিত্র ও টেলিভিশন নিয়ে প্রথম পাঠদান শুরু হয়। ক্রমান্বয়ে গণমাধ্যম ও চলচ্চিত্র বিষয়ে অধ্যয়ন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শুরু হয়। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নির্মিত ময়মনসিংহের ত্রিশালে নির্মিত ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম চালু আছে।

বিস্তারিত ajkerpatrika.com-এ।

লেখক: প্রভাষক, চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়, ত্রিশাল, ময়মনসিংহ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত