Ajker Patrika

‘ঊনপুরুষ’ নিয়ে মঞ্চে আসছে নবরস

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘ঊনপুরুষ’ নিয়ে মঞ্চে আসছে নবরস

২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নৃত্য ও নাট্যদল নবরস। এবার দলটি মঞ্চে আনছে তাদের প্রথম প্রযোজনা ‘ঊনপুরুষ’। অপু মেহেদীর রচনা ও সৈয়দা শামছি আরা সায়েকার নির্দেশনায় ঊনপুরুষ দিয়ে নাট্যযাত্রা শুরু করছে দলটি। ২৩ ও ২৪ জানুয়ারি রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শনী হবে নাটকটির। 

নাট্যকার অপু মেহেদী জানিয়েছেন, ঊনপুরুষ একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প। সমাজের নিয়মের যাঁতাকলে পিষ্ট হয়ে এক সংকটময় পথে চলতে থাকে তার অনিশ্চিত জীবনযাত্রা। অপু মেহেদী বলেন, ‘আমাদের সমাজ মানুষের সামাজিক পরিচয়ের কিছু ছকবাঁধা পরিচয় নির্ধারণ করে রেখেছে। এসবের বাইরেও মানুষের পরিচয় রয়েছে। এ পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা আসে, তখনই সে হয়ে ওঠে বিপন্ন। আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয়, কেউ আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। তাদের নিয়েই ঊনপুরুষের গল্প।’ 

নির্দেশক শামছি আরা সায়েকা বলেন, ‘নাটকটি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে, কারণ এ ধরনের গল্প নিয়ে দেশের মঞ্চে তেমন কাজ হয়নি। অধিকাংশ নবীন শিল্পী নিয়ে কাজটি করেছি। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও নির্দেশক হিসেবে এটি আমার প্রথম কাজ।’ 
ঊনপুরুষ নাটকে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, নূর-এ-খোদা মাশুক সিদ্দিক, সৈয়দা শামছি আরা সায়েকা, জয়, বন্যা, শখ, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি প্রমুখ। আলো ও মঞ্চ পরিকল্পনায় সাইফুল ইসলাম, পোশাক উপদেষ্টায় ওয়াহিদা মল্লিক জলি ও সংগীত পরিকল্পনায় এ বি সিদ্দিক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত