Ajker Patrika

পাঁচ পা-ওয়ালা বাছুর দেখতে মানুষের ভিড়

দাকোপ প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬: ০৬
পাঁচ পা-ওয়ালা বাছুর দেখতে মানুষের ভিড়

দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নে কালেখার বেড় এলাকার ননী গাইনের বাড়িতে একটি গরু পাঁচ পাবিশিষ্ট এক বাছুরের জন্ম দিয়েছে। এ নিয়ে এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই। প্রতিদিন এই বাছুর দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ। গরুর মালিক ননী গাইন বলেন, ‘বাপ-ঠাকুরদার আমল থেকে আমি গরু লালন-পালন করি। কিন্তু কখনো এমন হয়নি। পাঁচ পা-ওয়ালা গরু আমরা কোনো দিন দেখিনি।’

কয়েক দিন আগে আমার গরুর পাঁচ পা-ওয়ালা একটা বাছুর হয়েছে। বাছুরটি জন্মের পর থেকেই তা দেখার জন্য আমার বাড়িতে প্রতিদিন অনেক লোক এসে ভিড় করছেন। বাছুর সুস্থ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বাছুর ভালো আছে। এটি অন্য বাছুরের মতোই স্বাভাবিক আছে। শুধু ব্যতিক্রম পাঁচ পা। তা ছাড়া কোনো সমস্যা নেই।

বাছুরটি গাভির দুধ খেয়ে সুস্থ আছে। বাছুর দেখতে আসা বাজুয়া চুনকুড়ি গ্রামের ফারুক শেখ বলেন, ‘এমন গরুর বাছুর আমি কখনো দেখিনি। আজ প্রথম দেখলাম। বাছুর ঠিকমতো খাওয়াদাওয়া করছে এবং অন্য বাছুরের সঙ্গে লাফালাফি করছে। এটি দেখে খুব ভালোই লাগছে।’ একই কথা বলেন বাছুর দেখতে আসা বানিশান্তা এলাকা থেকে আসা প্রীতিশ রায়। তিনি বলেন, ‘আমি এমন বাছুর কোনো দিন দেখিনি।’ কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মণ্ডল বলেন, ‘এমন বাছুর আমিও আগে কখনো দেখিনি। বাছুরটি দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত