Ajker Patrika

প্রভাবশালীর ইন্ধনেই হামলা করা হয়

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
প্রভাবশালীর ইন্ধনেই হামলা করা হয়

প্রভাবশালী ব্যক্তির ইন্ধনেই বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা করা হয়েছে। এমনটাই দাবি করেছেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও খেতমজুর সমিতি শেরপুর উপজেলা শাখা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় বাসস্ট্যান্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে তাঁরা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেখানে বক্তারা এ দাবি করেন।

খেতমজুর সমিতি শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই ঘোষ এতে সভাপতিত্ব করেন। সেখানে বক্তব্য দেন সিপিবির বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবির শেরপুর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, কৃষক সমিতির বগুড়া জেলার সভাপতি সন্তোষ পাল, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাত প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সমাজের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের নিজস্ব কোনো জায়গা-জমি নেই। সরকারি খাস জমির ওপর কোনো রকমে বসবাস করে। খাস জমিতে ভূমিহীনদের অধিকার থাকলেও সরকারের পক্ষ থেকে তাঁদের স্থায়ীভাবে ভূমি বরাদ্দ করা হয় না। এর ফলে অধিকাংশ সময়ই স্থানীয় প্রভাবশালীরা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উচ্ছেদ করে ভূমি দখলের পাঁয়তারা করে। তারই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর সন্ত্রাসীরা শেরপুরের মির্জাপুরের পুরাতন হাটখোলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লিতে হামলা চালিয়ে নারী-শিশুসহ ১৫ জনের অধিক নৃগোষ্ঠীকে আহত করেছেন। এখনো দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হলেও অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি দাবি করে বক্তারা বলেন, পুলিশের নির্লিপ্ততার কারণে সন্ত্রাসীরা প্রকাশ্যে বিচরণ করছে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

বক্তারা আরও বলেন, শেরপুরের মির্জাপুরের পুরোনো হাটখোলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লির ১.১৬ একর খাস জমি দখল করে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি চাতাল তৈরি করেছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও কোনো প্রতিকার হয়নি। মূলত ওই প্রভাবশালী ব্যক্তির ইন্ধনেই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলা করা হয়েছে বলে বক্তারা দাবি করেন। তাঁরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি দখলকৃত খাসজমি উদ্ধার করে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বরাদ্দ প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

মানববন্ধন ও সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত