Ajker Patrika

ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯: ৪০
ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে   আহত ৭

নারায়ণগঞ্জে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে শহরের কালিরবাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন সায়মন (২৫), প্রভু সাহা (৩৩), হালি মোল্লা (৩৭), আসলাম (৩৫), ইয়াদির (২৫), ইউনুস, কাদের (২৩) ও খালেদা (৩০)।

আহত প্রভু সাহা জানান, গতকাল সকালে কালিবাজারের লিন্ডা অক্সিজেনের সামনে বিপরীতমুখী একটি ইজিবাইক তাঁদের ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি ইজিবাইক উল্টে যায়। দুই ইজিবাইকে থাকা ৭ যাত্রী আহত হন। এ সময় আশপাশের লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এক আহত যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল পাঠিয়েছে চিকিৎসকেরা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহাঙ্গীর জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন বেশি আঘাত পাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শহরে ইজিবাইক প্রবেশ নিষিদ্ধ হলেও বিভিন্নভাবে প্রবেশ করে যাত্রী বহন করে ব্যাটারিচালিত ইজিবাইক। একাধিক অভিযান ও জরিমানা করা হলেও কিছুতেই তাদের রোধ করতে সক্ষম হয়নি পুলিশ প্রশাসন। বেপরোয়া গতির কারণে প্রায়ই শহরে দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত