Ajker Patrika

বাংলাদেশের লকডাউন বিশ্বে প্রশংসিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ১৪
বাংলাদেশের লকডাউন বিশ্বে প্রশংসিত হচ্ছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের মহা দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ব নেতৃবৃন্দের কাছে তা অত্যন্ত প্রশংসিত হয়েছে।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে প্রত্যেক দেশের সরকারপ্রধান নানা কৌশল অবলম্বন করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। যে কারণে লকডাউনেও বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়নি। যেখানে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়েছে।

তাজুল ইসলাম বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সেক্টরের গতি ফেরাতে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন। ক্ষতিগ্রস্ত সেক্টরে গতি ফেরাতে সরকার ২৮টির বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত