Ajker Patrika

চা শ্রমিক হত্যাকাণ্ডে হোতাসহ গ্রেপ্তার ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯: ৫৯
চা শ্রমিক হত্যাকাণ্ডে হোতাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা শ্রমিক রাসেল মিয়াকে খুনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের ঘটনার ছয় দিনের মাথায় মূল পরিকল্পনাকারী দুলাল মুন্ডা ধরা পড়েছেন। এ ছাড়া তাঁর সহযোগী রঞ্জিত কুর্মীকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

গত বৃহস্পতিবার উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ওই রাতে পুলিশ তাঁদের মৌলভীবাজার মুখ্যবিচারিক হাকিম আদালতে পাঠান। তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সূত্রবিহীন চা শ্রমিক রাসেল মিয়া হত্যা মামলায় পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরুর ছয় দিনের মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার দুলাল মুন্ডা ও তাঁর সহযোগী রঞ্জিত কুর্মীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে ওই রাতেই পুলিশ তাঁদের মৌলভীবাজার মুখ্যবিচারিক হাকিম আদালতে হাজির করে। তাঁরা আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দেন।

গ্রেপ্তার দুলাল মুন্ডা বলেন, ‘হত্যাকাণ্ডের সপ্তাহ দশেক আগে নিহত রাসেলের খালাতো ভাই মন্নানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরে রাসেলের সঙ্গে আমার বাগ্‌বিতণ্ডা হয়। তখন সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তখন থেকে বন্ধু রঞ্জিত ও আমি রাসেলকে হত্যার পরিকল্পনা করতে থাকি।’

উল্লেখ্য, গত শুক্রবার মণিপুরি মহারাসলীলা উৎসবের দিন রাসেলের সঙ্গে রাত ১২টার দিকে দুলাল ও রঞ্জিতের দেখা হয়। তাঁরা রাসেলকে ফুঁসলিয়ে মদ্যপান করান। পরে পাত্রখোলা চা বাগানের পাশে আমঘাট নামক স্থানে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে রঞ্জিত রাসেলের পা চেপে ধরেন। আর দুলাল ঘাড় ভেঙে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ পাহাড়ি ছড়ায় ফেলে দেন তাঁরা।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘লাশ উদ্ধারের সময় রাসেলের বাবা বাচ্চু মিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের পরিপ্রেক্ষিতে দুলাল মুন্ডা ও রঞ্জিতকে আটক করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত