কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা শ্রমিক রাসেল মিয়াকে খুনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের ঘটনার ছয় দিনের মাথায় মূল পরিকল্পনাকারী দুলাল মুন্ডা ধরা পড়েছেন। এ ছাড়া তাঁর সহযোগী রঞ্জিত কুর্মীকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
গত বৃহস্পতিবার উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ওই রাতে পুলিশ তাঁদের মৌলভীবাজার মুখ্যবিচারিক হাকিম আদালতে পাঠান। তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সূত্রবিহীন চা শ্রমিক রাসেল মিয়া হত্যা মামলায় পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরুর ছয় দিনের মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার দুলাল মুন্ডা ও তাঁর সহযোগী রঞ্জিত কুর্মীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে ওই রাতেই পুলিশ তাঁদের মৌলভীবাজার মুখ্যবিচারিক হাকিম আদালতে হাজির করে। তাঁরা আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দেন।
গ্রেপ্তার দুলাল মুন্ডা বলেন, ‘হত্যাকাণ্ডের সপ্তাহ দশেক আগে নিহত রাসেলের খালাতো ভাই মন্নানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরে রাসেলের সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়। তখন সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তখন থেকে বন্ধু রঞ্জিত ও আমি রাসেলকে হত্যার পরিকল্পনা করতে থাকি।’
উল্লেখ্য, গত শুক্রবার মণিপুরি মহারাসলীলা উৎসবের দিন রাসেলের সঙ্গে রাত ১২টার দিকে দুলাল ও রঞ্জিতের দেখা হয়। তাঁরা রাসেলকে ফুঁসলিয়ে মদ্যপান করান। পরে পাত্রখোলা চা বাগানের পাশে আমঘাট নামক স্থানে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে রঞ্জিত রাসেলের পা চেপে ধরেন। আর দুলাল ঘাড় ভেঙে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ পাহাড়ি ছড়ায় ফেলে দেন তাঁরা।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘লাশ উদ্ধারের সময় রাসেলের বাবা বাচ্চু মিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের পরিপ্রেক্ষিতে দুলাল মুন্ডা ও রঞ্জিতকে আটক করা হয়।’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা শ্রমিক রাসেল মিয়াকে খুনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের ঘটনার ছয় দিনের মাথায় মূল পরিকল্পনাকারী দুলাল মুন্ডা ধরা পড়েছেন। এ ছাড়া তাঁর সহযোগী রঞ্জিত কুর্মীকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
গত বৃহস্পতিবার উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ওই রাতে পুলিশ তাঁদের মৌলভীবাজার মুখ্যবিচারিক হাকিম আদালতে পাঠান। তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সূত্রবিহীন চা শ্রমিক রাসেল মিয়া হত্যা মামলায় পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরুর ছয় দিনের মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার দুলাল মুন্ডা ও তাঁর সহযোগী রঞ্জিত কুর্মীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে ওই রাতেই পুলিশ তাঁদের মৌলভীবাজার মুখ্যবিচারিক হাকিম আদালতে হাজির করে। তাঁরা আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দেন।
গ্রেপ্তার দুলাল মুন্ডা বলেন, ‘হত্যাকাণ্ডের সপ্তাহ দশেক আগে নিহত রাসেলের খালাতো ভাই মন্নানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরে রাসেলের সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়। তখন সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তখন থেকে বন্ধু রঞ্জিত ও আমি রাসেলকে হত্যার পরিকল্পনা করতে থাকি।’
উল্লেখ্য, গত শুক্রবার মণিপুরি মহারাসলীলা উৎসবের দিন রাসেলের সঙ্গে রাত ১২টার দিকে দুলাল ও রঞ্জিতের দেখা হয়। তাঁরা রাসেলকে ফুঁসলিয়ে মদ্যপান করান। পরে পাত্রখোলা চা বাগানের পাশে আমঘাট নামক স্থানে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে রঞ্জিত রাসেলের পা চেপে ধরেন। আর দুলাল ঘাড় ভেঙে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ পাহাড়ি ছড়ায় ফেলে দেন তাঁরা।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘লাশ উদ্ধারের সময় রাসেলের বাবা বাচ্চু মিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের পরিপ্রেক্ষিতে দুলাল মুন্ডা ও রঞ্জিতকে আটক করা হয়।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪