বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লাইসেন্স ছাড়াই কিশোরেরা চালাচ্ছেন অটোরিকশাসহ তিন চাকার গাড়ি। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যাত্রী নিয়ে ছুটছে বিজয়নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে আতঙ্কে থাকেন যাত্রী ও পথচারীরা।
সরেজমিন দেখা গেছে, উপজেলার তিন চাকার গাড়িচালকদের একটি বড় অংশই কিশোর। আবার তাদের মধ্যে যাত্রী তোলা ও গন্তব্যে পৌঁছা নিয়ে প্রতিযোগিতা লক্ষ করা গেছে। বেপরোয়াভাবে চালানো এসব যানবাহনেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এসব অপ্রাপ্তবয়স্ক চালকের বিচরণ এখন বিজয়নগরের অলিগলিতে।
তিন চাকার গাড়ির মধ্যে রয়েছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম। এ ছাড়া ট্রাক্টর ও মিনি ট্রাকও নিয়েও রাস্তায় দেখা যায় এসব শিশুকে।
এদিকে এসব অদক্ষ ও আনাড়ি চালকদের দৌরাত্ম্যে বাড়ছে যানজট। দিন দিন অদক্ষ ও আনাড়ি চালকদের সংখ্যা বেড়েই চলেছে। ফলে প্রতিনিয়ত ঘটেই চলছে দুর্ঘটনা। এ ছাড়া দেশের প্রধান সড়ক ঢাকা-সিলেট মহাসড়ক বিজয়নগরের ওপর দিয়ে চলে যাওয়ায় প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে যাত্রী ও পথচারীরাও রয়েছে চরম আতঙ্কে। অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে গাড়ির মালিদেরও আইনের আওতায় আনা উচিত মনে করছেন সচেতনমহল। বরাবরের মতোই তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এর প্রতিকারের দাবি জানান।
অপ্রাপ্তবয়স্ক চালকের অটোরিকশার যাত্রী মিরাজ উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি বলেন, গ্রাম এলাকায় যাত্রীরা এত কিছু বোঝে না। তবে বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত। কেবল ভুক্তভোগীরা বোঝেন, দুর্ঘটনা ঘটলে কী হয়।
উপজেলার বিন্নিঘাট এলাকার অটোরিকশাচালক জামাল মিয়ার ছেলে শ্যামল মিয়া (১২) বলেন, সে ২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাচ্ছে। ৩০০ টাকা অটোরিকশার মালিককে দিয়ে বাকি টাকা নিজের জন্য রাখে।
সিএনজি সমবায় সমিতির নেতা মো. খালেক বলেন, ‘আমরা অটোরিকশার মালিকদের সব সময় অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের হাতে যানবাহন তুলে না দেওয়ার জন্য সতর্ক করে দিচ্ছি। এতে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অনেক সময় যানবাহনের মালিকেরা এ ধরনের ভুল করেন।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দীন আহমেদ বলেন, ‘আমরা প্রতিদিনই যানবাহনের অনিয়ম গুরুত্বসহকারে দেখছি। অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লাইসেন্স ছাড়াই কিশোরেরা চালাচ্ছেন অটোরিকশাসহ তিন চাকার গাড়ি। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যাত্রী নিয়ে ছুটছে বিজয়নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে আতঙ্কে থাকেন যাত্রী ও পথচারীরা।
সরেজমিন দেখা গেছে, উপজেলার তিন চাকার গাড়িচালকদের একটি বড় অংশই কিশোর। আবার তাদের মধ্যে যাত্রী তোলা ও গন্তব্যে পৌঁছা নিয়ে প্রতিযোগিতা লক্ষ করা গেছে। বেপরোয়াভাবে চালানো এসব যানবাহনেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এসব অপ্রাপ্তবয়স্ক চালকের বিচরণ এখন বিজয়নগরের অলিগলিতে।
তিন চাকার গাড়ির মধ্যে রয়েছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম। এ ছাড়া ট্রাক্টর ও মিনি ট্রাকও নিয়েও রাস্তায় দেখা যায় এসব শিশুকে।
এদিকে এসব অদক্ষ ও আনাড়ি চালকদের দৌরাত্ম্যে বাড়ছে যানজট। দিন দিন অদক্ষ ও আনাড়ি চালকদের সংখ্যা বেড়েই চলেছে। ফলে প্রতিনিয়ত ঘটেই চলছে দুর্ঘটনা। এ ছাড়া দেশের প্রধান সড়ক ঢাকা-সিলেট মহাসড়ক বিজয়নগরের ওপর দিয়ে চলে যাওয়ায় প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে যাত্রী ও পথচারীরাও রয়েছে চরম আতঙ্কে। অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে গাড়ির মালিদেরও আইনের আওতায় আনা উচিত মনে করছেন সচেতনমহল। বরাবরের মতোই তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এর প্রতিকারের দাবি জানান।
অপ্রাপ্তবয়স্ক চালকের অটোরিকশার যাত্রী মিরাজ উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি বলেন, গ্রাম এলাকায় যাত্রীরা এত কিছু বোঝে না। তবে বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত। কেবল ভুক্তভোগীরা বোঝেন, দুর্ঘটনা ঘটলে কী হয়।
উপজেলার বিন্নিঘাট এলাকার অটোরিকশাচালক জামাল মিয়ার ছেলে শ্যামল মিয়া (১২) বলেন, সে ২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাচ্ছে। ৩০০ টাকা অটোরিকশার মালিককে দিয়ে বাকি টাকা নিজের জন্য রাখে।
সিএনজি সমবায় সমিতির নেতা মো. খালেক বলেন, ‘আমরা অটোরিকশার মালিকদের সব সময় অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের হাতে যানবাহন তুলে না দেওয়ার জন্য সতর্ক করে দিচ্ছি। এতে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অনেক সময় যানবাহনের মালিকেরা এ ধরনের ভুল করেন।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দীন আহমেদ বলেন, ‘আমরা প্রতিদিনই যানবাহনের অনিয়ম গুরুত্বসহকারে দেখছি। অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪