Ajker Patrika

বিসিএস লিখিত: বাংলাদেশ বিষয়াবলি

ম‌তিয়ার রহমান
আপডেট : ২৬ জুন ২০২২, ১০: ১৮
বিসিএস লিখিত: বাংলাদেশ বিষয়াবলি

বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলিতে থাকে ২০০ নম্বর। প্রথমে বাংলাদেশ বিষয়াবলির সিলেবাসের যে অধ্যায়গুলো থেকে প্রতিবারেই প্রশ্ন কমন থাকে এবং একাধিক প্রশ্ন পরীক্ষায় আসে সে অধ্যায়গুলোকে ভাগ করে নিতে হবে। এরপর অন্যান্য অধ্যায়গুলো সম্পর্কে ধারণা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে ভালো ফল পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো-  

  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 
  • বাংলাদেশের সংবিধান। 
  • বাংলাদেশের অর্থনৈতিক বিষয়াবলি। 
  • বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ। 
  • বাংলাদেশের পররাষ্ট্রনীতি। 
  • সরকারের অঙ্গসংগঠন (আইন, শাসন ও বিচার বিভাগ)। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৪৭-১৯৭১):
নতুন সিলেবাস অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধ অংশ থেকেই ৫০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। তাই এই অংশে ভালো করার জন্য প্রথমে বিগত বছরের প্রশ্নগুলো প্রফেসরস অথবা অ্যাসুরেন্সের বাংলাদেশ বিষয়াবলি লিখিত বই থেকে পড়ে ফেলতে হবে। আর বিগত বছরের প্রশ্নই এখানে ছোট বা বড় করে বিভিন্ন মার্ক অনুযায়ী পরীক্ষায় আসে। সহায়ক বই হিসাবে নবম-দশম শ্রেণির পাঠ্য বই: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১) —ড. আবু মো. দেলোয়ার হোসেন বইগুলো পড়া যেতে পারে। এ ছাড়া মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাসের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের পিডিএফটি পড়া যেতে পারে। 

বাংলাদেশের সংবিধান:
বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদসমূহ ও সংশোধনীগুলো ভালো করে পড়ে যেতে হবে এ ছাড়া বিগত বছরের সংবিধান অংশ থেকে আসা প্রশ্নগুলো প্রফেসরস অথবা অ্যাসুরেন্সের লিখিত বই থেকে ভালো করে পড়তে হবে। আরিফ খানের বাংলাদেশ সংবিধান বই থেকে গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদগুলো-অনুচ্ছেদ: ১ থেকে ৪৭,৪৯, ৫২,৫৫, ৫৭,৫৯, ৬০,৬৩, ৬৪,৬৫, ৬৬,৬৭, ৭০,৭৬, ৭৭,৮১, ৮৭,৯১, ৯৩,৯৪, ১০২,১০৬, ১০৮,১১৭, ১১৮,১২১, ১২২,১২৩, ১২৭,১৩৭, ১৪০,১৪১, ১৪২,১৪৮ এবং ১৫৩ ভালো করে পড়তে হবে। 

বাংলাদেশের অর্থনৈতিক বিষয়াবলি: 
বাংলাদেশের বাজেট ও অর্থনৈতিক সমীক্ষা, সরকারের বিভিন্ন মেগা প্রজেক্ট (পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি), রূপকল্প-২০২১, ভিশন-২০৪১ (প্রত্যাশা ও চ্যালেঞ্জ), মুজিব বর্ষ, ডেল্টা প্ল্যান-২১০০, জিডিপি, ফরেন ইনভেস্টমেন্ট, পার ক্যাপিটা ইনকাম, রেমিট্যান্স ও জিএনপি, LDC থেকে উত্তরণের সুবিধা অসুবিধা, তৈরি পোশাক, ইপিজেড, সমুদ্রবন্দর, পর্যটন শিল্প, সামাজিক নিরাপত্তা খাত ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। উল্লেখ্য এ অংশে বিভিন্ন ডেটা, চার্ট, টেবিল ইত্যাদি সুন্দর করে পরীক্ষার খাতায় দিলে অনেক ভালো মার্ক পাওয়া যায়। 

বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ ও কৌশলগত অবস্থান: 
বাংলাদেশের ভূ-প্রকৃতি (টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, বিভিন্ন সোপান এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি), জলবায়ু ও আয়তন, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ (গ্যাস, কয়লা ও খনিজ তেল ইত্যাদি), বিভিন্ন দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনার কার্যাবলি ইত্যাদি সম্পর্কে মাধ্যমিক ভূগোল নবম-দশম শ্রেণির বোর্ড বই ও প্রফেসরস বা অ্যাসুরেন্সে লিখিত গাইড বই থেকে পড়তে হবে। 
ভূ-কৌশলগত অবস্থান: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত অবস্থান। যেমন—বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন দ্বীপ, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন করিডর এবং ট্রানজিট ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। বাংলাদেশের মানচিত্র সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। পাশাপাশি পরীক্ষার খাতায় বিভিন্ন মানচিত্র একে বর্ণনা করে দিলে খাতা সুন্দর দেখায়। এতে বেশি মার্ক পাওয়া যায়। 

বাংলাদেশের পররাষ্ট্রনীতি: 
সংবিধানের অনুচ্ছেদ-২৫, বাংলাদেশের সঙ্গে ভারত, চীন ও মিয়ানমারের সম্পর্ক; মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও আমেরিকার সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ, OIC এর ভূমিকা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিভিন্ন পত্রিকার আর্টিকেল ও চ্যানেলের নিউজ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে খাতায় লিখে রাখতে হবে। 

সরকারের অঙ্গসংগঠন (আইন, শাসন ও বিচার বিভাগ) : 
রাষ্ট্র পরিচালনায় আইন, শাসন ও বিচার বিভাগের ভূমিকা, গঠন, ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে। 
এ ছাড়া বাংলাদেশের জনমিতিক বৈশিষ্ট্য, সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ, রাজনৈতিক দল, নির্বাচন, যোগাযোগ ব্যবস্থা, সুশীল সমাজ, বিশ্বায়ন, জেন্ডার ইস্যু ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সম্পর্কে ধারণা রাখবেন আর বিগত বছরের প্রশ্নগুলো পড়ার জন্য অ্যাসুরেন্স অথবা প্রফেসরস এর লিখিত বই থেকে পড়া উচিত। 

অনুলিখন
আনিসুল ইসলাম নাঈম 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত