নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন অনেকটাই শান্ত ওই এলাকা। তবে ওই ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত গ্রামে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতির লাগাম টানতে মামলা-গ্রেপ্তার অব্যাহত আছে বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর জানায়, বিভিন্ন স্থানে পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। আরও মামলা হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৫০ জনকে।
গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সব ধরনের মনিটরিং শুরু করা হয়েছে।
পীরগঞ্জে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে জয়পুরহাট জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
সংখ্যালঘু নির্যাতনের এসব ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। এসব বিক্ষোভে সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়। তারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার পাশাপাশি দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
গত রোববার রাত ১০টার দিকে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামের অন্তত ২৫টি হিন্দু পরিবারের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাড়ি ঘর, গবাদিপশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি নগদ টাকা, খাদ্যসামগ্রী ও অলংকারসহ মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। হিন্দুদের পাশাপাশি এই ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। আতঙ্ক আর উদ্বেগে দিন কাটছে মানুষের।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। তাঁর পোস্টে ধর্ম অবমাননা করা হয়েছে বলে একটি চক্র উত্তেজনা সৃষ্টি করে। তাঁরা ওই যুবকের বাড়ি ঘিরে ফেললে লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কিন্তু সেখান থেকে আধা কিলোমিটার দূরে হিন্দুদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয় হামলাকারীরা। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
এই ঘটনায় সম্পৃক্তদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইতিমধ্যে ৪৫ জনকে আটক করা হয়েছে। সেখানে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুষ্কৃতকারীরা ৯০ টির বেশি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করেছে। সেখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা প্রশাসন তাদের নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নিদর্শনা দিয়েছেন, যার যা প্রয়োজন দেওয়া হবে। খুব শিগগিরই আমরা তাদের বাড়ি-ঘর তৈরি করে দেব।
গতকাল ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, শোক আর ভয়ের এক পরিবেশ বিরাজ করছে পুরো গ্রামটিতে। মুখের ভাষা যেন হারিয়ে গেছে সবার। ক্ষতিগ্রস্তরা শুধু নয়, সবার মনের অবস্থাই একই রকম। দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের সামনে বুক চাপড়ে কাঁদতে দেখা গেছে অনেককে।
নিজের পরনের কাপড় ছাড়া আর কিছু নেই জানিয়ে কাঁদতে থাকেন ননি গোপাল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ির পাশে রাধা গোবিন্দ মন্দিরে পূজা করছিলাম। হঠাৎ বাইরে হইচই শুনতে পাই। কিছু বুঝে ওঠার আগেই শত শত লোক দল বেঁধে আশপাশের বাড়ি ঘরে হামলা চালাতে শুরু করে। লুট করে নিয়ে যায় গরু ও স্বর্ণালংকার। একপর্যায়ে হামলাকারীরা মন্দিরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। চোখের সামনেই দাউ দাউ করে আগুন জ্বলছিল। ভয়ে মন্দির থেকে বের হয়ে ধানখেতে লুকিয়ে ছিলাম।
একই গ্রামের সুমতি রানি সর্বস্ব হারিয়ে বুক চাপড়ে আহাজারি করছিলেন। সুমতির ছেলে প্রদীপ চন্দ্র বলেন, হঠাৎ রাতে দলে দলে অনেক মানুষ বাড়িতে ঢুকে পড়ে। মারধর করে, হুমকি দেয়, অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।
ক্ষতিগ্রস্ত বিকেল রায় বলেন, যখন বাড়িঘরে আগুন জ্বলছিল, তখন বাচ্চাকে নিয়ে পাশের ধানখেতে লুকিয়ে ছিলাম। ঘর, ধান, চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। হামলাকারীরা বাড়ির সব টাকাপয়সা নিয়ে গেছে। বাচ্চাটার খাওয়ারও কিছু নাই। আমরা কী দোষ করছিলাম? এখন আমরা কোথায় থাকব, কী করব, কী খাব? এসবের কি বিচার কি আমরা পাব? এই নিষ্ঠুরতার বিচার চাই।
জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ‘হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ শ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। ফেসবুকে পোস্ট দেওয়া ওই যুবককেও খোঁজা হচ্ছে। তিনি বলেন, হামলাকারীদের কোনো ছাড় নেই। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে অনেকের নাম পরিচয় পেয়েছি। আমরা সবকিছু খতিয়ে দেখছি। হামলাকারীরা হানাদার বাহিনীর মতো বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। হামলা ও লুটপাটের শিকার ৭৭টি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, শাড়ি, লুঙ্গি, কম্বল দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণও করা হয়েছে বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তাঁরা।
এ ঘটনার জন্য জামায়াত-শিবিরসহ উগ্রবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে দায়ী করে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, জাসদ, বাসদ, ছাত্র ইউনিয়ন এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)।
এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপের ঘটনায় নগরীর টাউন হলে গণ-জমায়েতসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত রয়েছে। ঘটনাস্থল নানুয়াদীঘির পাড় পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় জেলার কোতোয়ালি, সদর দক্ষিণ, দাউদকান্দি থানায় এ পর্যন্ত আটটি মামলা রেকর্ড হয়েছে। মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের জামায়াত সমর্থিত তিন কাউন্সিলর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতিসহ ৭৯২ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৯২ জনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়। এদিকে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যর তদন্ত কমিটির তিন কার্য দিবসে গতকাল তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১৫ দিনের সময় চাওয়া হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে ১৩ অক্টোবর রাতে দুর্বৃত্তদের হামলায় দুর্গা মন্দির ভাঙচুরসহ প্রতিমায় অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাটের ঘটনা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পৃথক ৫টি মামলা হয়েছে। চারটি মামলায় পুলিশ ও একটিতে মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এসব মামলায় ৩৫ জনের নাম করে এবং ছয় থেকে সাত শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এসব ঘটনায় এ পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে।
গত রোববার দিবাগত রাতে হবিগঞ্জের বানিয়াচংয়ে পিতলের মূর্তি চুরির অভিযোগ পাওয়া গেছে। বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের ইকরাম গ্রামের দিঘীরপাড়ে এই মূর্তি চুরির ঘটনা ঘটে। মূর্তি চুরির ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ-২ আসনের সাংসদ আব্দুল মজিদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুমিল্লার ঘটনার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে আটটি পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয়সহ প্রায় তিন শ জনকে আসামি করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় মুন্সিবাজার ইউনিয়নের মইদাইল পূজামণ্ডপে হামলায় দায়ের করা মামলায় প্রধান আসামি আব্দুল করিম (৪০)-কে পুলিশ আটক করে পরে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে কামারছড়া চা বাগান মণ্ডপ কমিটির দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে তারেকুল ইসলাম (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আলীনগর ইউনিয়নের ও কামারছড়া চা বাগান মণ্ডপ কমিটির পক্ষ থেকে প্রতিমা ভাঙচুরের মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার না করায় গত শনিবার সকালে কামারছড়া চা বাগানের শ্রমিকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
ফেনীতে তিনটি মন্দিরে হামলা, ভাঙচুর এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মোট তিনটি মামলা করেছে র্যাব ও পুলিশ। এ সময় অজ্ঞাত চার শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মন্দিরে হামলা ও পুরোহিতকে মারধরের ঘটনায় লাবিব নামে এক কলেজ ছাত্রসহ ছয়জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন অনেকটাই শান্ত ওই এলাকা। তবে ওই ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত গ্রামে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতির লাগাম টানতে মামলা-গ্রেপ্তার অব্যাহত আছে বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর জানায়, বিভিন্ন স্থানে পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। আরও মামলা হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৫০ জনকে।
গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সব ধরনের মনিটরিং শুরু করা হয়েছে।
পীরগঞ্জে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে জয়পুরহাট জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
সংখ্যালঘু নির্যাতনের এসব ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। এসব বিক্ষোভে সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়। তারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার পাশাপাশি দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
গত রোববার রাত ১০টার দিকে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামের অন্তত ২৫টি হিন্দু পরিবারের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাড়ি ঘর, গবাদিপশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি নগদ টাকা, খাদ্যসামগ্রী ও অলংকারসহ মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। হিন্দুদের পাশাপাশি এই ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। আতঙ্ক আর উদ্বেগে দিন কাটছে মানুষের।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। তাঁর পোস্টে ধর্ম অবমাননা করা হয়েছে বলে একটি চক্র উত্তেজনা সৃষ্টি করে। তাঁরা ওই যুবকের বাড়ি ঘিরে ফেললে লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কিন্তু সেখান থেকে আধা কিলোমিটার দূরে হিন্দুদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয় হামলাকারীরা। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
এই ঘটনায় সম্পৃক্তদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইতিমধ্যে ৪৫ জনকে আটক করা হয়েছে। সেখানে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুষ্কৃতকারীরা ৯০ টির বেশি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করেছে। সেখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা প্রশাসন তাদের নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নিদর্শনা দিয়েছেন, যার যা প্রয়োজন দেওয়া হবে। খুব শিগগিরই আমরা তাদের বাড়ি-ঘর তৈরি করে দেব।
গতকাল ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, শোক আর ভয়ের এক পরিবেশ বিরাজ করছে পুরো গ্রামটিতে। মুখের ভাষা যেন হারিয়ে গেছে সবার। ক্ষতিগ্রস্তরা শুধু নয়, সবার মনের অবস্থাই একই রকম। দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের সামনে বুক চাপড়ে কাঁদতে দেখা গেছে অনেককে।
নিজের পরনের কাপড় ছাড়া আর কিছু নেই জানিয়ে কাঁদতে থাকেন ননি গোপাল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ির পাশে রাধা গোবিন্দ মন্দিরে পূজা করছিলাম। হঠাৎ বাইরে হইচই শুনতে পাই। কিছু বুঝে ওঠার আগেই শত শত লোক দল বেঁধে আশপাশের বাড়ি ঘরে হামলা চালাতে শুরু করে। লুট করে নিয়ে যায় গরু ও স্বর্ণালংকার। একপর্যায়ে হামলাকারীরা মন্দিরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। চোখের সামনেই দাউ দাউ করে আগুন জ্বলছিল। ভয়ে মন্দির থেকে বের হয়ে ধানখেতে লুকিয়ে ছিলাম।
একই গ্রামের সুমতি রানি সর্বস্ব হারিয়ে বুক চাপড়ে আহাজারি করছিলেন। সুমতির ছেলে প্রদীপ চন্দ্র বলেন, হঠাৎ রাতে দলে দলে অনেক মানুষ বাড়িতে ঢুকে পড়ে। মারধর করে, হুমকি দেয়, অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।
ক্ষতিগ্রস্ত বিকেল রায় বলেন, যখন বাড়িঘরে আগুন জ্বলছিল, তখন বাচ্চাকে নিয়ে পাশের ধানখেতে লুকিয়ে ছিলাম। ঘর, ধান, চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। হামলাকারীরা বাড়ির সব টাকাপয়সা নিয়ে গেছে। বাচ্চাটার খাওয়ারও কিছু নাই। আমরা কী দোষ করছিলাম? এখন আমরা কোথায় থাকব, কী করব, কী খাব? এসবের কি বিচার কি আমরা পাব? এই নিষ্ঠুরতার বিচার চাই।
জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ‘হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ শ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। ফেসবুকে পোস্ট দেওয়া ওই যুবককেও খোঁজা হচ্ছে। তিনি বলেন, হামলাকারীদের কোনো ছাড় নেই। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে অনেকের নাম পরিচয় পেয়েছি। আমরা সবকিছু খতিয়ে দেখছি। হামলাকারীরা হানাদার বাহিনীর মতো বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। হামলা ও লুটপাটের শিকার ৭৭টি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, শাড়ি, লুঙ্গি, কম্বল দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণও করা হয়েছে বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তাঁরা।
এ ঘটনার জন্য জামায়াত-শিবিরসহ উগ্রবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে দায়ী করে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, জাসদ, বাসদ, ছাত্র ইউনিয়ন এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)।
এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপের ঘটনায় নগরীর টাউন হলে গণ-জমায়েতসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত রয়েছে। ঘটনাস্থল নানুয়াদীঘির পাড় পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় জেলার কোতোয়ালি, সদর দক্ষিণ, দাউদকান্দি থানায় এ পর্যন্ত আটটি মামলা রেকর্ড হয়েছে। মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের জামায়াত সমর্থিত তিন কাউন্সিলর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতিসহ ৭৯২ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৯২ জনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়। এদিকে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যর তদন্ত কমিটির তিন কার্য দিবসে গতকাল তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১৫ দিনের সময় চাওয়া হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে ১৩ অক্টোবর রাতে দুর্বৃত্তদের হামলায় দুর্গা মন্দির ভাঙচুরসহ প্রতিমায় অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাটের ঘটনা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পৃথক ৫টি মামলা হয়েছে। চারটি মামলায় পুলিশ ও একটিতে মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এসব মামলায় ৩৫ জনের নাম করে এবং ছয় থেকে সাত শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এসব ঘটনায় এ পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে।
গত রোববার দিবাগত রাতে হবিগঞ্জের বানিয়াচংয়ে পিতলের মূর্তি চুরির অভিযোগ পাওয়া গেছে। বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের ইকরাম গ্রামের দিঘীরপাড়ে এই মূর্তি চুরির ঘটনা ঘটে। মূর্তি চুরির ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ-২ আসনের সাংসদ আব্দুল মজিদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুমিল্লার ঘটনার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে আটটি পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয়সহ প্রায় তিন শ জনকে আসামি করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় মুন্সিবাজার ইউনিয়নের মইদাইল পূজামণ্ডপে হামলায় দায়ের করা মামলায় প্রধান আসামি আব্দুল করিম (৪০)-কে পুলিশ আটক করে পরে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে কামারছড়া চা বাগান মণ্ডপ কমিটির দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে তারেকুল ইসলাম (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আলীনগর ইউনিয়নের ও কামারছড়া চা বাগান মণ্ডপ কমিটির পক্ষ থেকে প্রতিমা ভাঙচুরের মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার না করায় গত শনিবার সকালে কামারছড়া চা বাগানের শ্রমিকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
ফেনীতে তিনটি মন্দিরে হামলা, ভাঙচুর এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মোট তিনটি মামলা করেছে র্যাব ও পুলিশ। এ সময় অজ্ঞাত চার শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মন্দিরে হামলা ও পুরোহিতকে মারধরের ঘটনায় লাবিব নামে এক কলেজ ছাত্রসহ ছয়জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫