Ajker Patrika

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হাসপাতাল চত্বরে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৪: ০৫
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হাসপাতাল চত্বরে

সামান্য বৃষ্টিতেই পানি জমে ছোটখাটো জলাধারে পরিণত হয় জামালপুরের ইসলামপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনেরা। এ কারণে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে হাসপাতালের প্রবেশ পথের নতুন ফটক নির্মাণ করা হয়েছে। অপরিকল্পিতভাবে একাধিক স্থাপনা নির্মাণের কারণে হাসপাতালের ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির পানি জমে সেবা নিতে আসা রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অন্যদিকে জমে থাকা পানিতে জন্মাচ্ছে মশা। এতে করে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন হাসপাতালের রোগী ও স্বজনেরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর গ্রামের বাসিন্দা সুলতান আকন্দ বলেন, ‘হাসপাতালের মুখেই বৃষ্টির জমে থাকা পচা-দুর্গন্ধ পানি মাড়িয়ে ঢুকতে হয়।’

পৌর শহরের বাসিন্দা নাজমা বেগম, আকলিমা, আকবর আলী বলেন, ‘বৃষ্টি হতে না হতেই হাসপাতাল চত্বরে পানি জমে যায়। সেই পানি পচে দুর্গন্ধ ছড়ায়। এতে রোগী ও আগতদের চলাচল করতে বিপাকে পড়তে হয়।’

হাসপাতালে চিকিৎসাধীন আপেল মিয়া, শান্তি বেগম, শাহাদাৎ হোসেন জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই প্রবেশ পথসহ হাসপাতাল চত্বর হাঁটু পানিতে পরিণত হয়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হতে না হতেই হাসপাতাল চত্বর তলিয়ে যায় পানিতে। এতে সেবাপ্রার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএএম আবু তাহের বলেন, ‘হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা নিরসনের জন্য পৌর মেয়রকে অবহিত করা হয়েছে। আশা রাখি, তিনি দ্রুত সময়ের মধ্যে সমাধান করবেন।’

পৌর মেয়র আব্দুল কাদের সেখ জানান, ‘হাসপাতাল চত্বরে পানি নিষ্কাশনের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিগগিরই কাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত