নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের স্থলভাগে থাকা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা ছিল এই বৃষ্টির। তারপরও একনাগাড়ে ঝরতে থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছে মানুষ। টানা বৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বুধবার ঢাকাসহ দেশের আট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানির কারণে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো ডুবে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। টানা বৃষ্টিতে সড়কে পানি ওঠার পাশাপাশি সড়কে সৃষ্ট খানাখন্দের কারণে নগরবাসীকে দীর্ঘ যানজটে পড়তে হয়েছে। এতে করে এক ঘণ্টার পথ পাড়ি দিতে দুই থেকে তিন ঘণ্টা সময় লেগেছে। চট্টগ্রাম নগরীর হালিশহর সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, ‘সকালে এয়ারপোর্ট যাওয়ার জন্য বের হয়েছিলাম। বৃষ্টির কারণে সড়কে এমন যানজটের সৃষ্টি হয়েছে। তাতে কাস্টমস মোড় থেকে ইপিজেড মোড় যেতেই আমার এক ঘণ্টার বেশি সময় লেগেছে। যেখানে আগে এক ঘণ্টায় এয়ারপোর্ট যেতে পারতাম। সেখানে আজ দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।’
দু–তিন দিন ধরে থেমে থেমে চলা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। যে কারণে বৃষ্টির পাশাপাশি যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
বাগেরহাটের মোংলায় গতকাল ভোর থেকে শুরু হয় টানা বৃষ্টিপাত। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, কয়েক দিন ধরে চলা লঘু ও নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। এর ফলে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। নিম্নচাপের প্রভাবে আজও মোংলাসহ সংলগ্ন সাগর এবং সুন্দরবন উপকূল তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে বেশি বিপাকে পড়েছে এ জেলার দৈনন্দিন খেটে খাওয়া দিনমজুরেরা। পৌর শহরের মামার ঘাট শ্রমিক কামাল হোসেন বলেন, বৃষ্টিতে লোকজন নেই, তাই আমাদের ট্রলার পারাপার ও মালামাল টানারও কোনো কাজ নেই।
লক্ষ্মীপুরের কমলনগর মেঘনা নদী সংলগ্ন উপকূলীয় এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জেলার রামগতি ও কমলনগর উপজেলার বেশ কিছু এলাকা পানিতে কয়েক ঘণ্টা তলিয়ে যায়। জোয়ারের পানি কয়েক ঘণ্টা থাকার পর তা নেমে গেলেও স্থানীয় লোকজন দুর্ভোগের মধ্যে পড়ে। তীরসংলগ্ন ফসলি জমিও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এ ছাড়া নদীতে জোয়ারের তোড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
ভোলায় গত তিন দিনের বৃষ্টিতে বেড়ে গেছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানির চাপ। বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। এতে উপকূলীয় এ দ্বীপ জেলা ভোলার বেড়িবাঁধের বাইরের নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, পুকুর ও ঘেরের মাছ, ফসলি জমি এবং রাস্তাঘাটসহ বিস্তীর্ণ জনপদ। ফলে স্থবির হয়ে পড়েছে এ দ্বীপ জেলার জনজীবন।
উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও উচ্চ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জেলার ৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের খেত, ভেসে গেছে মাছের ঘের। বরগুনা, বেতাগী, পাথরঘাটা, ও আমতলী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের খানাখন্দকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারতের স্থলভাগে থাকা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা ছিল এই বৃষ্টির। তারপরও একনাগাড়ে ঝরতে থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছে মানুষ। টানা বৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বুধবার ঢাকাসহ দেশের আট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানির কারণে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো ডুবে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। টানা বৃষ্টিতে সড়কে পানি ওঠার পাশাপাশি সড়কে সৃষ্ট খানাখন্দের কারণে নগরবাসীকে দীর্ঘ যানজটে পড়তে হয়েছে। এতে করে এক ঘণ্টার পথ পাড়ি দিতে দুই থেকে তিন ঘণ্টা সময় লেগেছে। চট্টগ্রাম নগরীর হালিশহর সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, ‘সকালে এয়ারপোর্ট যাওয়ার জন্য বের হয়েছিলাম। বৃষ্টির কারণে সড়কে এমন যানজটের সৃষ্টি হয়েছে। তাতে কাস্টমস মোড় থেকে ইপিজেড মোড় যেতেই আমার এক ঘণ্টার বেশি সময় লেগেছে। যেখানে আগে এক ঘণ্টায় এয়ারপোর্ট যেতে পারতাম। সেখানে আজ দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।’
দু–তিন দিন ধরে থেমে থেমে চলা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। যে কারণে বৃষ্টির পাশাপাশি যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
বাগেরহাটের মোংলায় গতকাল ভোর থেকে শুরু হয় টানা বৃষ্টিপাত। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, কয়েক দিন ধরে চলা লঘু ও নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। এর ফলে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। নিম্নচাপের প্রভাবে আজও মোংলাসহ সংলগ্ন সাগর এবং সুন্দরবন উপকূল তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে বেশি বিপাকে পড়েছে এ জেলার দৈনন্দিন খেটে খাওয়া দিনমজুরেরা। পৌর শহরের মামার ঘাট শ্রমিক কামাল হোসেন বলেন, বৃষ্টিতে লোকজন নেই, তাই আমাদের ট্রলার পারাপার ও মালামাল টানারও কোনো কাজ নেই।
লক্ষ্মীপুরের কমলনগর মেঘনা নদী সংলগ্ন উপকূলীয় এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জেলার রামগতি ও কমলনগর উপজেলার বেশ কিছু এলাকা পানিতে কয়েক ঘণ্টা তলিয়ে যায়। জোয়ারের পানি কয়েক ঘণ্টা থাকার পর তা নেমে গেলেও স্থানীয় লোকজন দুর্ভোগের মধ্যে পড়ে। তীরসংলগ্ন ফসলি জমিও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এ ছাড়া নদীতে জোয়ারের তোড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
ভোলায় গত তিন দিনের বৃষ্টিতে বেড়ে গেছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানির চাপ। বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। এতে উপকূলীয় এ দ্বীপ জেলা ভোলার বেড়িবাঁধের বাইরের নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, পুকুর ও ঘেরের মাছ, ফসলি জমি এবং রাস্তাঘাটসহ বিস্তীর্ণ জনপদ। ফলে স্থবির হয়ে পড়েছে এ দ্বীপ জেলার জনজীবন।
উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও উচ্চ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জেলার ৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের খেত, ভেসে গেছে মাছের ঘের। বরগুনা, বেতাগী, পাথরঘাটা, ও আমতলী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের খানাখন্দকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫