Ajker Patrika

ছোট ছেলের বড় বুদ্ধি

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১০: ৪৭
ছোট ছেলের বড় বুদ্ধি

বউ-শাশুড়ির ঝগড়া, নায়কের একাধিক বিয়ে, প্রেম, ষড়যন্ত্র—এমন ছকেই দীর্ঘদিন আটকে ছিল কলকাতার টিভি সিরিয়ালগুলো। তবে ইদানীং পাল্টাচ্ছে গল্পের ধরন। সে তালিকায় নতুন সংযোজন ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। মাত্র ৮ বছরের এক ছেলে। তবে বুদ্ধিতে সে হার মানায় বড়দেরও। এমন গল্প নিয়ে গত সোমবার থেকে জি বাংলায় শুরু হয়েছে নতুন সিরিয়ালটি। প্রচার হচ্ছে সোম-শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে।

বোধিসত্ত্বের বোধবুদ্ধির মূল চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী রায়ান গুহনিয়োগী। আরেক শিশুশিল্পী অয়ন্না চট্টোপাধ্যায়কেও দেখা যাবে এ সিরিয়ালে। এর আগে মিমি চক্রবর্তীর সঙ্গে ‘মিনি’ সিনেমায় অভিনয় করেছিল অয়ন্না। বোধিসত্ত্বের বোধবুদ্ধি সিরিয়ালে বোধির বাবার চরিত্রে আছেন বিশ্বনাথ বসু। তিনি বলেন, ‘যখন অভিযোগ আসে বাংলা ধারাবাহিকের গল্প বোধবুদ্ধি হারাচ্ছে, তখনই আমার কাছে এই সিরিয়ালের প্রস্তাব আসে। অবাক হয়েছিলাম যে একেবারে উল্টো পথে হেঁটে এমন গল্পও বোনা যায়। প্রেম, হিংসা ও ষড়যন্ত্রের বাইরে গিয়েও এমন গল্প দর্শকের মন ভালো করে দেবে বলে আমার বিশ্বাস।’

বোধিসত্ত্বের বোধবুদ্ধি সিরিয়ালের মাধ্যমে অনেক দিন পর টিভির পর্দায় ফিরলেন অভিনেত্রী সোনালি চৌধুরী। বোধির মায়ের চরিত্রে আছেন তিনি। সোনালি চৌধুরী বলেন, ‘মাতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে এত দিন শুটিং করিনি। তবে আমি খুবই খুশি যে এমন একটি ধারাবাহিক দিয়ে ফিরতে পারলাম। টিভিতে সব ধরনের গল্পই বলা দরকার। অনেক দিন বাচ্চাদের কোনো সিরিয়াল দেখা যায় না। দর্শক এক ধরনের জিনিস দেখছে। সে জায়গা থেকে কাজটি ভিন্ন ধরনের।’

কীভাবে পাওয়া গেল ছোট্ট বোধির খোঁজ? রায়ান গুহনিয়োগীর মা মৌমিতা গুহনিয়োগী জানিয়েছেন, অভিনয়, নাচ, গান, কবিতা আবৃত্তি—সবকিছুতেই পারদর্শী রায়ান। ওর বিভিন্ন পারফরম্যান্সের ভিডিও ফেসবুকে পোস্ট করতেন মা-বাবা। সেগুলো দেখেই জি বাংলার পক্ষ থেকে অডিশনের জন্য ডাক পড়ে রায়ানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত