Ajker Patrika

খাল পুনর্খননে নানা ‘অনিয়ম’

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৪: ৪১
খাল পুনর্খননে নানা ‘অনিয়ম’

সখীপুরে শাইল সিন্দুর খাল খননে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় এক কৃষক খালের জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। শাইল সিন্দুর খালের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মেহেদি হাসান গফুরের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের রাজস্ব বাজেটে শাইল সিন্দুর খালের ১ হাজার ৮০০ মিটার পুনর্খননের কাজ পায় স্থানীয় শাইল সিন্দুর খালের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। এলজিইডির মাধ্যমে এ প্রকল্পের মোট খরচ ধরা হয় ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকার বহন করবে মোট খরচের অর্ধেক অর্থাৎ ১৮ লাখ টাকা এবং স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে মেটানো হবে বাকি অর্ধেক খরচ। তবে খননকাজ শুরু হওয়ার পর থেকেই ক্ষোভ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, খালটি সভাপতির খেয়ালখুশিমতো যেভাবে খনন করা হচ্ছে, এতে অল্প সময়েই খালটি পুনরায় ভরাট হয়ে যাবে। সরকারের দেওয়া অর্থ জনগণের কোনোই কাজে আসবে না।

এ ছাড়া খালের একটি নির্দিষ্ট জায়গায় গভীর পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগও উঠেছে সভাপতি মেহেদি হাসান গফুরের বিরুদ্ধে। এতে ধান চাষের ওপর নির্ভরশীল কয়েকটি গ্রামের কৃষকেরা ভোগান্তিতে পড়বেন।

খননযন্ত্রের (ভেকু) মালিক ইয়াকুব আলী জানান, খাল খনন সমিতির সভাপতির অনুমতি নিয়েই ভেকু বসিয়ে মাটি বিক্রি করা হয়েছে। তবে এখন মাটি কাটা বন্ধ রয়েছে।

এ বিষয়ে শাইল সিন্দুর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম বলেন, ‘আমি শুধু উদ্বোধনের সময় উপস্থিত ছিলাম। এরপর থেকে সভাপতি নিজেই কাজ তদারক করছেন। অনিয়মের বিষয়ে আমি কিছুই জানি না।’

সমিতির সভাপতি মেহেদি হাসান গফুর বলেন, খাল খননের কাজ প্রায় শেষ হলেও এখনো বিল ওঠাতে পারিনি। তাই তেলের টাকার জন্য অল্প কিছু মাটি বিক্রি করা হয়েছে। এ ছাড়া খাল খননে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। শাইল সিন্দুর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মেহেদি হাসান গফুরকে ডাকা হয়েছে। কোনো অনিয়ম পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত