Ajker Patrika

আন্ডারপাসে যানজটে দুর্ভোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬: ২৫
আন্ডারপাসে যানজটে দুর্ভোগ

গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই-মাওনা সড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। এই সড়ক দিয়ে প্রতিনিয়তই হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। সড়কের ওপর নির্মিত উড়াল সেতুর আন্ডারপাসে ঘণ্টার পর ঘণ্টা যানজট থাকে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহনের চালকেরা।

সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর-ধামরাই-মাওনা সড়কটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মিলিত হয়েছে। সড়কটির দুপাশে কালিয়াকৈর বাজার, পৌরসভা, উপজেলা কমপ্লেক্স, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্কুল কলেজ ও কালিয়াকৈর দক্ষিণ পশ্চিম এলাকার যোগাযোগ ব্যবস্থা। দিন-রাত ২৪ ঘণ্টা ওই আন্ডারপাসে ঘণ্টার পর ঘণ্টা যানজন লেগে থাকে।

জানা যায়, এই সড়কের সাহেববাজার বাইপাস এলাকা দিয়ে ঢাকার ধামরাই, ধানতারা ও কালিয়াকৈর উপজেলার বেনুপুর, দেওয়াইর, শাহবাজপুর, আটাবহ, বলিয়াদী, শ্রীফলতলী, সাহেববাজার এবং শ্রীপুর উপজেলার বরমী, মাওনা, শ্রীপুরসহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে। প্রতিনিয়ত ওই আন্ডারপাসের নিচ দিয়ে কালিয়াকৈর বাজার, কালিয়াকৈর বাসস্ট্যান্ড, উপজেলা সদর, কালিয়াকৈর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল, স্কুল-কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করে।

যানজটের কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, বাজারের মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পর্যাপ্ত জায়গা না থাকায় অপরিকল্পিতভাবে গাড়ি ঘোরানো, যত্রতত্র গাড়ি স্টপেজ দিয়ে যাত্রী নামানোসহ তিন চাকার পরিবহনে অনিয়ন্ত্রণ ও কিছু অদক্ষ অপরিপক্ব চালকের হাতে অটোরিকশা, রিকশা, ভ্যান ইত্যাদি থাকার কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন কর্মস্থলে যাতায়াতরত পেশাজীবী মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাঁর স্বজনদের।

রবিউল নামের এক মোটরসাইকেল চালক বলেন, ‘কড়া রোদের মধ্যে মোটরসাইকেল নিয়ে রাস্তার মাঝখানে যে যানজটে পড়েছি পেছনেও যেতে পারছি না, এগোতেও পারছি না।’

অটোরিকশাচালক শফিক মিয়া বলেন, ‘যানজটের কারণে আমাদের আয় রোজগার আগের চেয়ে কমে গেছে। একবার এই রাস্তায় ঢুকলে সময় কোন দিকে যায়, বোঝা যায় না। তাই এই রাস্তায় সহজে আসতে চাই না। আবার যদি যাত্রীদের একটু বেশি ভাড়া দিতে বলি, তখন যাত্রীদের সঙ্গে আমাদের ঝগড়া লেগে যায়।’

ব্যবসায়ী রবিউল বলেন, ‘যত দিন ধরে এই যানজটের সৃষ্টি হয়েছে, তত দিন ধরে আমাদের ব্যবসা খুব খারাপ অবস্থায় যাচ্ছে। যানজটের কারণে বিভিন্ন ক্রেতা এদিকে আসতে পারছে না। এতে আমাদের ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছে।’

কালিয়াকৈর বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, ‘এই যানজটের কারণে আমাদের বাজারের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে, বেচাকেনা অনেক কম হচ্ছে।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘আইনশৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত