Ajker Patrika

মাহমুদউল্লাহকে আর টানতে চায়নি...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১: ৩১
মাহমুদউল্লাহকে আর টানতে চায়নি...

মাহমুদউল্লাহকে নিয়ে গত কদিনে যে ঢাক গুড়গুড় শোনা যাচ্ছিল, তাতে অনুমান করা যাচ্ছিল, অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাপারে কঠিন সিদ্ধান্তই নেওয়া হচ্ছে। গত কদিনে বিসিবির নির্বাচক কিংবা পরিচালক সূত্রে যেটি শোনা যাচ্ছিল—বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ককে আর ‘টানতে’ পারছেন না তাঁরা। বারবার মাহমুদউল্লাহর মলিন পরিসংখ্যান সামনে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবির পর মাহমুদউল্লাহর পারফরম্যান্সের গ্রাফ ক্রমেই নিম্নমুখী। সর্বশেষ ৬ ম্যাচে স্ট্রাইকরেট ১০৩.৪৪। মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে আকস্মিক অবসর নেওয়ার পর মনে করা হচ্ছিল অভিজ্ঞতার বিচারে মাহমুদউল্লাহ এ যাত্রা টিকে যেতেও পারেন। কিন্তু নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের প্ল্যানে ঠাঁই হয়নি তাঁর। অধিনায়ক সাকিব আল হাসান কিংবা বিসিবির শীর্ষ কর্তারাও একমত মাহমুদউল্লাহর ব্যাপারে উপসংহারে পৌঁছাতে।

এ বিষয়ে শ্রীরাম গতকাল বলেছেন, ‘ব্যাটিংয়ে ভূমিকার দিক থেকে মাহমুদউল্লাহকে আমি সব সময় এমএস ধোনির সমতুল্য ভেবে এসেছি। ধোনিও তো আজীবন খেলতে পারবে না, তাই না?’ শ্রীরাম আরও যোগ করেন, ‘আমাদের উত্তরাধিকার পরিকল্পনা থাকা দরকার। মাহমুদউল্লাহর জায়গায় কে খেলবে, সেটি ভাবার এখনই সঠিক সময়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন, ১২১ টি-টোয়েন্টিতেই কি থামতে হচ্ছে মাহমুদউল্লাহকে? গতকাল সংবাদ সম্মেলনে নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘কোনো খেলোয়াড় অবসর না নিলে তার অবশ্যই সুযোগ থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত