Ajker Patrika

পয়লা বৈশাখ থেকে ভূমিকর পুরোপুরি অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২৩
পয়লা বৈশাখ থেকে ভূমিকর পুরোপুরি অনলাইনে

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বের সবচেয়ে অগ্রগতির দেশ। আমরা দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিচ্ছি। আগামী পয়লা বৈশাখ থেকে ভূমিকর সম্পূর্ণভাবে অনলাইনে নেওয়া হবে। ওই দিন থেকে ভূমিকর আর হাতে হাতে নেওয়া হবে না। ৫০০ টাকার ভূমি কর দিতে গিয়ে তহশিল অফিসে মানুষ হয়রান হতো। আজকে আমি সাইজ করে দিয়েছি। ওখানে যাওয়ারও আর প্রয়োজন নেই।’

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর র‍্যাডিসন ব্লুতে চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘দেশ দ্রুতগতিতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমরা অচিরেই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হব।’ তিনি দেশের আবাসন শিল্পে রিহ্যাবের নানা অবদানের কথা তুলে ধরেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বিরোধী দলের লোকজন বসে ছিল কখন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তারা দেশের ভালো চায় না। সংসদে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, রিহ্যাবের মেম্বার না হলে যেন জমির মালিকের সঙ্গে চুক্তি করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। ডেভেলপারদের জমি বুঝিয়ে দিয়ে বছরের পর বছর ফ্ল্যাট পাচ্ছেন না, ফ্ল্যাটের জন্য রাস্তায় নামতে হচ্ছে জমির মালিকদের। এসব বিষয়ে রিহ্যাবকে কঠোর হতে হবে। 
রিহ্যাবের সহসভাপতি (প্রথম) কামাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (তৃতীয়) লায়ন শরীফ আলী খান।

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠানের ৬১টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত