Ajker Patrika

স্বীকৃতি পেলেন ৩৭ ফায়ার সার্ভিস সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ০৬
স্বীকৃতি পেলেন ৩৭ ফায়ার সার্ভিস সদস্য

বিভিন্ন দুর্যোগে সাহসিকতা এবং বীরত্বের স্বীকৃতি পেয়েছেন ফায়ার সার্ভিসের ৩৭ সদস্য। গতকাল শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মানসূচক রাষ্ট্রীয় পদক তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণের পর বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৩৭ কর্মকর্তা-কর্মচারীকে রাষ্ট্রীয় পদক পরিয়ে দেন সচিব মোকাব্বির হোসেন। অনুষ্ঠানে তিনি ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্‌যাপন সফলভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন অর্জন তুলে ধরেন এবং তাঁদের কাজে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন সভাপতিত্ব করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ সফল করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। বর্তমান সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অপারেশনাল কাজে দুঃসাহসিক অবদানকে উৎসাহিত করতে রাষ্ট্রীয় পদকের সংখ্যা ৪ থেকে বাড়িয়ে ৫০ জন পর্যন্ত দেওয়ার সুযোগ রেখেছে।

অগ্নিনিরাপত্তা জোরদার করতে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্‌যাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত