Ajker Patrika

বিদেশে চিকিৎসায় বেরোবি শিক্ষার্থীর ‘ডক্টরস লিংক’

বেরোবি প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১৬: ২২
Thumbnail image

চিকিৎসাসেবা নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বড় শহরগুলোতে ভিড় করার পাশাপাশি এখন নিয়মিতভাবে বিদেশেও যাচ্ছেন। ভিনদেশে সেবা নিতে গিয়ে তাঁদের অনেক ঝামেলায় পড়তে হচ্ছে। তা থেকে মুক্তি দিতে কাজ করে যাচ্ছে ডক্টরস লিংক।

এই মেডিকেল ট্যুরিজম কোম্পানি প্রতিষ্ঠা করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম চঞ্চল।

আরিফুল জানান, বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের হাসপাতালে যাচ্ছেন। এই সেবা নিতে গিয়ে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েন। যেমন পাসপোর্ট করা, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, ভিসা, বিমানের টিকিট, বিমানবন্দরে যাতায়াত, হোটেল বুকিং, দোভাষী বা গাইড, অ্যাম্বুলেন্সসেবা, চিকিৎসা নিয়ে ফেরত আসার পর বা আগে চিকিৎসকের সঙ্গে ভিডিও কনসালটেশন করাসহ অন্যান্য সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যার সমাধান করে সব সেবাকে একত্রে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ডক্টরস লিংক।

প্রতিষ্ঠানটি ছয় বছরের বেশি সময় অতিক্রম করেছে। বর্তমানে তাদের রংপুর, ঢাকা, রাজশাহী, বগুড়া ও ময়মনসিংহ জেলায় শাখা রয়েছে। সব কটি শাখা মিলে কর্মরত আছেন প্রায় ২৫ জন। প্রতি মাসে প্রতিষ্ঠানটি থেকে সহযোগিতা নিয়ে প্রায় ৫০০ মানুষ উন্নত চিকিৎসা নিতে ভারতসহ বিভিন্ন দেশে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির প্রধান মার্কেটিং কর্মকর্তা হিসেবে কাজ করছে বেরোবির গণিত বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মুরসালিন মুন্না।

মুরসালিন জানান, করোনাকালে বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ থাকা সত্ত্বেও তাঁরা ভিডিও কনসালটেশন পদ্ধতির মাধ্যমে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেতে সহায়তা করেছেন।

মুরসালিন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাঁরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, তাঁদের বিদেশে উন্নত চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতায় পাশে থাকবে ডক্টরস লিংক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত