Ajker Patrika

প্রবাসীর দেওয়া খাদ্য নিয়ে বন্যার্তদের পাশে স্বেচ্ছাসেবীরা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ২৩ জুন ২০২২, ১৪: ০১
প্রবাসীর দেওয়া খাদ্য নিয়ে বন্যার্তদের পাশে স্বেচ্ছাসেবীরা

সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ফেরদৌস খন্দকার। ৬ হাজার পরিবারকে শুকনো খাদ্য ছাড়াও গোখাদ্য দিচ্ছেন এই প্রবাসী। তাঁর দেওয়া খাদ্যসামগ্রী নিয়ে ১০ সদস্যের একটি দল গত মঙ্গলবার রাতে বন্যাদুর্গত এলাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

ফেরদৌস খন্দকার নিউইয়র্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি। তাঁর দেওয়া খাদ্যসামগ্রী সিলেট বিভাগে পৌঁছানোর দায়িত্ব পালন করছেন মো. মনিরুল ইসলাম, ইউনুস শান্ত ও মনসুরুল আজিম।

মনিরুল ইসলাম জানান, ৬ হাজার প্যাকেট শুকনো খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া গবাদিপশুর জন্য আলাদাভাবে খৈল ও ভুসির ২ হাজার প্যাকেট করা হয়েছে। বুধবার সকাল থেকে দুর্গত এলাকায় বিতরণ শুরু করা হয়। এর জন্য স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে।

মনিরুল আরও জানান, খাদ্য বিতরণ ছাড়াও ১৫ দিনের জন্য ট্রলার ভাড়া করা হয়েছে। ট্রলারে পর্যাপ্ত ওষুধ ও দুজন চিকিৎসক রাখা হয়েছে। তাঁরা সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকায় সার্বক্ষণিক বিনা মূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ও ওষুধ দেবেন।

জানা গেছে, প্রতিটি প্যাকেটে ৬টি ধরনের শুকনা খাবার রয়েছে। এর মধ্যে আছে চিড়া, মুড়ি, গুড়, পাউরুটি, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন। গত সোম ও মঙ্গলবার এসব খাবারের শেখ রাসেল ফাউন্ডেশনের দেবিদ্বার অস্থায়ী কার্যালয়ে প্যাকিং করা হয়। সেখান থেকে ট্রাকে বন্যাদুর্গত এলাকায় পাঠানো হয়। প্রথম দফায় মঙ্গলবার রাতে ১ হাজার ২০০ ব্যাগ পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে ৬ হাজার ব্যাগ পাঠানোর পরিকল্পনা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত