Ajker Patrika

৫০০ টাকা নিয়ে ঝগড়া হাঁসুয়ার কোপে বন্ধু খুন

নাটোর প্রতিনিধি
৫০০ টাকা নিয়ে ঝগড়া হাঁসুয়ার কোপে বন্ধু খুন

নাটোরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হাঁসুয়ার কোপে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মল্লিকহাটি ঈদগাহ মাঠ মোড়ে একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাওন মণ্ডল (২৬)। তিনি ওই এলাকার বাসিন্দা ও পেশায় একজন রাজমিস্ত্রি। অভিযুক্ত যুবকের নাম আলিফ হোসেন। তাঁরা সম্পর্কে বন্ধু হন।

প্রত্যক্ষদর্শী ও খাবার হোটেল মালিক হাসিনা বেগম জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে আলিফ ও পরে শাওন তাঁর হোটেলে নাশতা খেতে আসেন। তাঁরা মুখোমুখি একই টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলেন এবং টুকটাক কথাবার্তাও বলছিলেন। হঠাৎ করেই তাঁরা দুজন ৫০০ টাকা ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি শুরু করেন। এর একপর্যায়ে তাঁরা হোটেল থেকে উঠে যাওয়ার সময় আলিফকে চোর সম্বোধন করেন শাওন। এ সময় আলিফ ক্ষিপ্ত হয়ে তাঁর সঙ্গে থাকা হাঁসুয়া দিয়ে শাওনের ঊরুতে কোপ দেন। মুহূর্তের মধ্যে রক্তক্ষরণ শুরু হলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে।

নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন, ঘটনার পর থেকে আলিফ আত্মগোপনে রয়েছেন। তাঁকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনো শাওনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত