Ajker Patrika

জলাধার রক্ষায় পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ০১
জলাধার রক্ষায় পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ

কুড়িল ফ্লাইওভারের কাছে জলাধারের জন্য বরাদ্দকৃত জায়গা। সেই জায়গায় অস্থায়ী ছোট ছোট কয়েকটি ঘর। যেখানে শ্রমিকেরা থাকছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন বহুতল ভবন নির্মাণের। গতকাল বৃহস্পতিবার সেখানে জলাধার উদ্ধার অভিযানে গিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সেই অভিযানে ডেভেলপার প্রতিষ্ঠানের মালপত্র লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইসহাক মিয়ার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। লুটপাটের সংবাদ সংগ্রহে ভিডিওচিত্র ধারণ করায় সময় প্রথম আলোর এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।

জলাধারের কিছু জায়গা বরাদ্দ নিয়ে সেখানে পাঁচ তারকা হোটেল এবং শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য বিলবোর্ড টানিয়ে কাজ শুরু করা হয়েছিল। বিলবোর্ডে লেখা ছিল, ‘সাইট ফর ফাইভ স্টার হোটেল অ্যান্ড শপিং কমপ্লেক্স—মিলিনিয়ান হোল্ডিং লিমিটেড।’ পরে ডিএনসিসির বুলডোজার এসে সেটি গুঁড়িয়ে দেয়।

সরেজমিনে দেখা যায়, জায়গাটি বাংলাদেশ রেলওয়ের হওয়ায় প্রথমেই মেয়র ফোন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে, পরে রেলের ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদারকে। এ সময় ফোনে মেয়র বলেন, ‘এটা তো জলাধার, আপনারা কীভাবে এ জায়গা বরাদ্দ দিলেন! জলাধার দখল করে আমি কোনোভাবেই এটা এখানে হতে দেব না।’ ফোনালাপ শেষ হতে না হতেই মেয়রের উপস্থিতিতে ইসহাক মিয়ার কর্মী ও সমর্থকেরা ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন সাইট অফিস ভাঙচুর করেন। অফিসটির জানালার গ্রিলগুলো খুলে লুট করে নিয়ে যান নেতা-কর্মীরা। সিমেন্টের বস্তা, চেয়ার, টেবিল, রড ও লোহার কাঠামো লুটপাট করতে শুরু করেন কাউন্সিলরের কর্মীরা।

এ দৃশ্য ভিডিও করতে গেলে কাউন্সিলরের পিএস হাসমত আলী পাশ থেকে প্রথম আলোর সাংবাদিক ড্রিঞ্জা চাম্বুগংকে অকথ্য ভাষায় গালাগাল করেন। সিমেন্টের বস্তা লুটকারীদের একজন প্রাণনাশের হুমকি দিয়ে ভিডিও ডিলিট করতে বলেন। ড্রিঞ্জার শার্টের কলার চেপে ধরে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই লুটকারী। ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, ‘লুটপাটের ঘটনা আমার নজরে পড়েনি। পুরো সময় মেয়র মহোদয়ের সঙ্গে আমি উপস্থিত ছিলাম। এমন কিছু হয়ে থাকলে বহিরাগত লোকজন করতে পারে। তার পরও আমরা খোঁজ নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত