Ajker Patrika

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা-আলোচনা সভা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫: ৩১
Thumbnail image

‘সুরক্ষিত বিশ্ব-নিশ্চিত স্বাস্থ্য’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুর, নীলফামারী ও গাইবান্ধায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন। প্রতিনিধিদের খবরে বিস্তারিত:

দিনাজপুর: দিবসটি উপলক্ষে সকালে সিভিল সার্জন এ এইচ এম বরহান-উল-ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ফজলুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মো. আরাজ উল্লাহ।

ফুলবাড়ী: বেলা ১১টায় পৌর শহরের উত্তর সুজাপুরস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা বেসিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা নিরু ছামছুন্নাহার, সিভিও সভানেত্রী মমতা রাজবংশী।

হিলি: বেলা ১১টায় উপজেলা হাসপাতাল হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শেষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস।

বিরামপুর: দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম শাহরিয়ার ফেরদৌস হিমেল, ডা. তাহাজুল ইসলাম, ডা. শাহরিয়ার পারভেজ সজল, ডা. জাকিরুল ইসলাম, ডা. হাসনাত হেনা ইয়াসমিন, ডা. মাহমুদুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন, সিনিয়র নার্স মোর্শেদা বেগম প্রমুখ।

নবাবগঞ্জে: সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহজাহান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী: দুপুরে দিবসটি উপলক্ষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, শিশু বিশেষজ্ঞ দিলিপ কুমার রায় প্রমুখ।

ডিমলা: সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা: দিবসটি উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীর মোশারফ হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন আ. ম. আখতারুজ্জামান।

বক্তব্য দেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, বিএমএ জেলা শাখার সভাপতি ডা. মো. মতিয়ার রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুস সাকিব, ডা. তাহেরা আক্তার মনি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা মো. রবিউল পারভেজ প্রামাণিক, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আশরাফুল আলম, ফ্রেন্ডশিপের মো. আবদুর রহিম ও ব্র্যাকের প্রতিনিধি মো. মোশারফ হোসেন প্রমুখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত