Ajker Patrika

বিজয় দিবসে প্রশাসনের নানা আয়োজন

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৫২
Thumbnail image

মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে নানা কর্মসূচির আয়োজন করবে জেলা প্রশাসন। আজ ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এর পর শহীদ স্মৃতি পৌর উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হবে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বেলা ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। বিকেল ৪টার দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপ্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শ্রেণি পেশার মানুষকে জেলা স্টেডিয়ামে শপথ বাক্য পাঠ করাবেন।

এ ছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, জেলখানা, হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত