Ajker Patrika

ইট উঠে সড়ক বেহাল মাটি ধসে হয়েছে সরু

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১১: ১২
ইট উঠে সড়ক বেহাল মাটি ধসে হয়েছে সরু

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা বাজার থেকে গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার সড়কের ইট উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১৫ বছর আগে সড়কটিতে ইট বিছানো হয়। এরপর আর কোনো কাজ হয়নি। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুই পাশের মাটি ধসে সরু হয়ে গেছে। দুর্ভোগ নিয়েই চলাচল করছে স্থানীয়রা।

গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারছে না। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে সড়কটিতে সংস্কারকাজ না হওয়ায় এই অবস্থা বলে জানিয়েছে গ্রামবাসী। এ ছাড়া সড়কে একটি কালভার্ট আছে, নেই দুই পাশের সংযোগ সড়কের মাটি। এতে করে কালভার্টটিতে কোনো যানবাহন উঠতে পারে না।

গুয়াখোলা গ্রামের বাসিন্দা মো. আশ্রাব আলী সরকার বলেন, ‘আমাদের চলাচলের একমাত্র রাস্তার ইট উঠে গেছে। বর্ষা মৌসুমেও চলাচল করা যায় না। ১৪-১৫ বছর আগে রাস্তাটিতে ইট বিছানো হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি।’

গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত দায়িত্ব) প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, এই ভাঙা সড়ক দিয়ে মাঝেমধ্যে শিক্ষার্থী ও এলাকাবাসী পড়ে গিয়ে আহত হয়। এ ছাড়া যানবাহনের অসুবিধায় অনেক সময় শিক্ষকেরা সময়মতো বিদ্যালয়ে আসতে পারেন না। ভাঙা সড়ক হওয়ায় যানবাহন চলাচল করতে চায় না। এতে অসুস্থ রোগী বা নিত্যপ্রয়োজনীয় মালামাল আনতে অনেক কষ্ট হয় এলাকাবাসীর।

অটোরিকশাচালক মো. আবুল বলেন, ‘এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। অটোরিকশা হেলেদুলে যায়, মনে হয় উল্টে যাবে। সে জন্য এই রাস্তা দিয়ে অটোরিকশা যেতে চায় না। এ রাস্তা ঠিকঠাক করে দিলে এলাকাবাসীর অনেক উপকার হবে।’

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, এই রাস্তার বিষয়ে আমি জানি। রাস্তাটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত