Ajker Patrika

অর্থ আত্মসাতের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৯
অর্থ আত্মসাতের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় অর্থ আত্মসাতের অভিযোগে ঘাসফুল এনজিওর হিসাবরক্ষককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারের পর আত্মসাৎ করা ১৩ লাখ টাকা উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পত্নীতলা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইউসুফ কুতবী (২৬)। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার রোসাইপাড়া কৈয়ারবিল গ্রামের বাসিন্দা এবং বেসরকারি সংস্থা ঘাসফুলের পত্নীতলা উপজেলার মধইল শাখার হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে ওসি শামসুল আলম শাহ বলেন, চাকরির সুবাদে ইউসুফ নামের ওই যুবক সম্প্রতি চট্টগ্রাম থেকে ঘাসফুলের পত্নীতলা উপজেলার মধইল শাখায় আসেন। এরপর গত ৩০ নভেম্বর সদস্যদের মধ্যে ঋণ বিতরণের জন্য টাকা উত্তোলন করতে মধইল বাজারের জনতা ব্যাংকে যান। ব্যাংক থেকে ঘাসফুল এনজিওর অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ টাকা উত্তোলন করে কৌশলে আত্মগোপনের চেষ্টা করেন। পরে এনজিওর অন্য কর্মকর্তারা থানায় জানালে অভিযান শুরু করে পুলিশ। ঘটনার এক দিন পর গত বুধবার ইউসুফকে ভোর রাতে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার পাঠানো ঘাসফুল এনজিওর ১৩ লাখ টাকা ঢাকা থেকে উদ্ধার করা হয়।

ওসি শামসুল আলম শাহ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম থেকে নওগাঁর মধইল শাখায় বদলি করায় তাঁর ক্ষোভ থেকে ইউসুফ এমন ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছেন। মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত