নিজস্ব প্রতিবেদক, খুলনা
জনগণকে সত্য তথ্য জানালে দেশ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। গত বৃহস্পতিবার খুলনা আঞ্চলিক তথ্য কার্যালয়ে আয়োজিত ‘তথ্য অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এ সেমিনার হয়।
সেমিনারে আব্দুল কাদির আরও বলেন, ‘তথ্য উন্মোচিত হলে দেশ উন্নত হয়। যে দেশগুলোর তথ্য উন্মুক্ত সে সব দেশ উন্নত দেশ হিসেবে পরিচিত। রাষ্ট্রের মালিকানা জনগণের। তথ্য অধিকার আইনে তথ্য গোপন করার সুযোগ নেই। তাই সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য লুকোচুরির মানসিকতা বাদ দিতে হবে। তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন। তবে নিরাপদ তথ্য পরিবেশনের ক্ষেত্রে সেটি যেন বাঁধা না হয়ে দাঁড়ায় সেদিকে নজর দেওয়া প্রয়োজন।’
খুলনা আঞ্চলিক তথ্য কার্যালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা তথ্য কার্যালয়ের পরিচালক গাজী জাকির হোসেন এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। সঞ্চালনায় ছিলেন আঞ্চলিক তথ্য কার্যালয়ের তথ্য অফিসার মো. মঈনউদ্দীন। তথ্য অধিকার আইন বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি।
সেমিনারে মুক্ত আলোচনায় যোগ দিয়ে অংশগ্রহণকারীরা বলেন, সরকার তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি করতে চাইলেও অনেক সরকারি দপ্তর তাদের ওয়েবসাইট হালনাগাদ করে না। তথ্য অধিকার নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে অভিযোগ প্রতিকারের ব্যবস্থা নজরদারিতে আনতে হবে। সিটিজেন চার্টার জনবান্ধব হতে হবে। তাঁরা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তথ্যের অবাধ প্রবাহের নামে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো যাবে না। অংশগ্রহণকারীরা বিভাগীয় পর্যায়ে তথ্য কমিশনের কার্যালয় স্থাপনের প্রস্তাব রাখেন।
সেমিনারে খুলনার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার খুলনা ব্যুরো প্রধানেরা অংশগ্রহণ করেন।
জনগণকে সত্য তথ্য জানালে দেশ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। গত বৃহস্পতিবার খুলনা আঞ্চলিক তথ্য কার্যালয়ে আয়োজিত ‘তথ্য অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এ সেমিনার হয়।
সেমিনারে আব্দুল কাদির আরও বলেন, ‘তথ্য উন্মোচিত হলে দেশ উন্নত হয়। যে দেশগুলোর তথ্য উন্মুক্ত সে সব দেশ উন্নত দেশ হিসেবে পরিচিত। রাষ্ট্রের মালিকানা জনগণের। তথ্য অধিকার আইনে তথ্য গোপন করার সুযোগ নেই। তাই সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য লুকোচুরির মানসিকতা বাদ দিতে হবে। তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন। তবে নিরাপদ তথ্য পরিবেশনের ক্ষেত্রে সেটি যেন বাঁধা না হয়ে দাঁড়ায় সেদিকে নজর দেওয়া প্রয়োজন।’
খুলনা আঞ্চলিক তথ্য কার্যালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা তথ্য কার্যালয়ের পরিচালক গাজী জাকির হোসেন এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। সঞ্চালনায় ছিলেন আঞ্চলিক তথ্য কার্যালয়ের তথ্য অফিসার মো. মঈনউদ্দীন। তথ্য অধিকার আইন বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি।
সেমিনারে মুক্ত আলোচনায় যোগ দিয়ে অংশগ্রহণকারীরা বলেন, সরকার তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি করতে চাইলেও অনেক সরকারি দপ্তর তাদের ওয়েবসাইট হালনাগাদ করে না। তথ্য অধিকার নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে অভিযোগ প্রতিকারের ব্যবস্থা নজরদারিতে আনতে হবে। সিটিজেন চার্টার জনবান্ধব হতে হবে। তাঁরা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তথ্যের অবাধ প্রবাহের নামে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো যাবে না। অংশগ্রহণকারীরা বিভাগীয় পর্যায়ে তথ্য কমিশনের কার্যালয় স্থাপনের প্রস্তাব রাখেন।
সেমিনারে খুলনার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার খুলনা ব্যুরো প্রধানেরা অংশগ্রহণ করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫