Ajker Patrika

প্লাবন ভূমিতে রুপালি মাছ চাষে সাফল্য

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
Thumbnail image

প্লাবন ভূমিতে মাছ চাষে বাংলাদেশের মডেল কুমিল্লার দাউদকান্দি উপজেলা। একই জমিতে মাছ ও ধান চাষ করা এ মডেলটি সারা দেশে প্রশংসিত হয়েছে।

দাউদকান্দির বিভিন্ন এলাকায় রয়েছে শতাধিক মৎস্য প্রকল্প। এসব প্রকল্পে সৃষ্টি হয়েছে ব্যাপক কর্মসংস্থান। সমাজবদ্ধভাবে মাছ চাষের উদ্যোক্তাদের রয়েছে কঠোর পরিকল্পনা ও পরিশ্রম। এসব উদ্যোক্তার একজন আলী আহাম্মেদ মিয়াজী।

দাউদকান্দি উপজেলায় বাৎসরিক মাছের চাহিদা ৬ হাজার ৯৮৭ মেট্রিক টন। বিপরীতে গত বছর উৎপাদন হয় ৪৫ হাজার ৩৫৯ মেট্রিক টন। এর মধ্যে প্লাবন ভূমির জমি থেকে মাছ পাওয়া যায় প্রায় ৪০ হাজার মেট্রিক টন, যা স্থানীয় চাহিদার চেয়ে প্রায় ৩৯ হাজার ৩৭২ মেট্রিক টন বেশি।

রঙিন স্বপ্ন ছড়িয়ে দেওয়া গ্রামীণ জনপদের অন্যতম সফল মৎস্যচাষি আলী আহম্মেদ মিয়াজী। ৩ হাজার ৬০০ বিঘা জমিতে যাঁর ছড়িয়ে-ছিটিয়ে আছে স্বপ্নের জাল। আটটি মৎস্য প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক তিনি।

আলী আহম্মেদ পড়াশোনায় মাধ‍্যমিক গণ্ডি পেরিয়েই জড়িয়ে পড়েন প্লাবন ভূমিতে মাছ চাষে।

মাঝে উন্নত জীবনের আশায় পাড়ি জমান প্রবাসে। বছর তিনেক পর দেশে ফিরে আসেন। সরাসরি ৪০০ মানুষের কর্মসংস্থান হয়েছে তাঁর আটটি প্রকল্পে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত