Ajker Patrika

চলো প্রজাপতি বানাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫৬
চলো প্রজাপতি বানাই

স্কুল বন্ধ বলে কি মন খারাপ? শোনো, আজ তোমাকে ফল দিয়ে মজার একটা প্রজাপতি বানানোর নিয়ম শেখাব। এর জন্য কী কী লাগবে, জানো? একটি আপেল, গাজর, শুকনো কিশমিশ ইত্যাদি। এই ফল ও সবজিগুলো তোমার স্বাস্থ্য ভালো রাখবে। আর এই ফুড আর্ট করে ভীষণ মজাও পাবে। তোমার অবসর সময়টা আনন্দে কাটবে।

মায়ের সাহায্য নিয়ে একটি আপেল দুই ভাগ করে কেটে নাও। এবার আপেলগুলোকে ছোট ছোট পাতার মতো স্লাইস করে কেটে নাও। একটি সাদা প্লেট নিয়ে সেখানে আপেলগুলো প্রজাপতির পাখার মতো ছড়িয়ে বসিয়ে দাও। মোটা স্লাইস করে গাজর কেটে নিয়ে বসিয়ে দাও মাঝ বরাবর। প্রজাপতির পাখার ওপর ছোট ছোট কিশমিশগুলো বসিয়ে দাও। চাইলে একটি কিশমিশকে দুই ভাগ করে কেটে নিতে পারো। এবার প্রজাপতির অ্যানটেনা বানানোর পালা। এখানেও চিকন করে স্লাইস করে কেটে নেওয়া গাজর বসিয়ে দাও। ব্যস, হয়ে গেল তোমার পছন্দের প্রজাপতি। তবে শোনো, ফল বড় বোন, ভাই, বাবা কিংবা মাকে দিয়ে কাটাবে। নইলে অসাবধানতাবশত তোমার হাত কেটে যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত