Ajker Patrika

চার গ্রাম ডুবিয়ে এমপির খামার

নেছার উদ্দিন, ফুলতলা (খুলনা)
চার গ্রাম ডুবিয়ে এমপির খামার

খুলনার ফুলতলা উপজেলা সদরে একটি খামারের কারণে পানিবন্দী হয়ে পড়েছে চার গ্রামের মানুষ। গ্রামগুলোর কয়েক হাজার বিঘা ফসলি জমি ও শতাধিক নার্সারি পানিতে তলিয়ে গেছে। চলার রাস্তা, বাড়ির উঠানেও উঠেছে পানি। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকায় চরম বিপাকে পড়েছে হাজারো মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, ফাইভ স্টার নামের একটি প্রতিষ্ঠানের খামারের কারণে এলাকাবাসী এই ভোগান্তিতে পড়েছে। প্রতিষ্ঠানটি বিলের জমি ভরাট করে গরু ও মাছের খামার করেছে।

এলাকাবাসী জানান, ১০-১২ বছর আগে ফুলতলা ইউনিয়নের মালিয়া বিলে অল্প অল্প জমি কিনতে শুরু করেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান। এখন পর্যন্ত তিনি ওই বিলে প্রায় ৭০ একর জমি কিনেছেন। বিলের জলাশয় ভরাট করে দুই বছর আগে সেখানে একটি গরুর খামার করেন।

নাম দেন ফাইভ স্টার। এরপর ধীরে ধীরে তিনি পুরো বিলটি ভরাট করেন। গত বছর খুলনা-যশোর মহাসড়কের রাড়ীপাড়া এলাকায় ফুলতলা ইউনিয়নের পেছনে ভরাট করে খামারের প্রধান ফটক করা হয়। ওই স্থানে পানি নিষ্কাশনের একটি কালভার্ট দিয়ে এই এলাকার পানি নিষ্কাশন করা হতো। কিন্তু প্রধান ফটকের কারণে তা বন্ধ হয়ে যায়। এখন কালভার্টটি দিয়ে শুধু ফাইভ স্টার ফার্মের বর্জ্য ও পানি নিষ্কাশন হয়। ফলে আশপাশের রাড়ীপাড়া, দক্ষিণডিহি, নাউদাড়ী ও সরদার বাড়ি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এই অগ্রহায়ণ মাসেও রাড়ীপাড়া গ্রামের ফরিদা ইয়াসমিনের বাড়িতে হাঁটুপানি। পানি মাড়িয়ে তাঁকে এ-ঘর থেকে ও-ঘরে যেতে হয়। দূষিত পানির মধ্য দিয়ে চলাচলের কারণে পায়ের পাতা ফ্যাকাশে হয়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের গ্রামে কোনো দিন পানি জমত না। এই প্রথম উঠান পর্যন্ত পানি জমে গেছে। এক পাশে আইয়ান জুট মিল, অন্য পাশে ফাইভ স্টার পানি যাওয়ার জায়গা আটকে দিচ্ছে।’

গ্রামের একটি নার্সারির মালিক ও শিক্ষক আক্তার সরদার বলেন, ‘ফুলতলার নার্সারি থেকে দেশের বিভিন্ন স্থানে চারা যায়। পানি জমে যাওয়ায় আমার এ বছর প্রায় কোটি টাকা মূল্যের চারা নষ্ট হয়ে গেছে। ফাইভ স্টারের ভেতরের বর্জ্য নিষ্কাশনের যে ড্রেন আছে, তার সঙ্গে একটি ড্রেন যুক্ত করা গেলে এই সমস্যা থাকত না।’

জলাবদ্ধতার বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় সেলিম ওসমানের ব্যক্তিগত মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। তাঁর ব্যক্তিগত সহকারীরা জানান, সেলিম ওসমান বর্তমানে অসুস্থ।

জানতে চাইলে ফাইভ স্টারের ব্যবস্থাপক তহিদুল ইসলাম বলেন, ‘এভাবে পানি জমে থাকায় আমাদেরও ক্ষতি হচ্ছে। আমাদের মালিক বারবার বলছেন, এই জলাবদ্ধতা কীভাবে সমাধান করা যায় তার পথ বের করতে। আমরা খুব শিগগির একটি ড্রেন করে দেব। সেটা হলে আশা করা যায় জলাবদ্ধতা অনেক কমে যাবে।’

আইয়ান জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন মোহাম্মদ রাজীব ভূঁইয়া বলেন, ‘আমাদের জুট মিলটা ১২-১৩ বছর আগে করা। তখন কিন্তু এখানে জলাবদ্ধতা ছিল না। ওনারা (ফাইভ স্টার) ড্রেনটা বন্ধ করে রাখার কারণে এই সমস্যা হচ্ছে। আমরা ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ একটি কমিটি করে সমস্যার সমাধান করার চেষ্টা করছি।’

ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন বলেন, ফাইভ স্টার ফার্মের সীমানাপ্রাচীর ও প্রধান ফটক করতে গিয়ে সামনের ড্রেনটি সংকুচিত হয়ে গেছে। এ কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় গ্রামগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে দুটি উপায় ভাবা হচ্ছে। ফার্মের পূর্ব পাশ দিয়ে ড্রেন করে ভৈরব নদের সঙ্গে মিলিয়ে দেওয়া অথবা খুলনা-যশোর মহাসড়কের পশ্চিম পাশের ড্রেন দিয়ে পানি বিল ডাকাতিয়ায় সরিয়ে দেওয়া। এ দুটির মধ্যে যেটিতে সুবিধা হবে, সেটিই শিগগির বাস্তবায়ন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত