দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে ইখতেয়ার হাসান ইমন (১৮) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মালাখালা গ্রামে এ ঘটনা ঘটে। ইমন উপজেলার পিপইয়াকান্দি গ্রামের মো. আলাউদ্দিন হোসেনের ছেলে। এলাকাবাসীর দাবি, নির্বাচন-পরবর্তী কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ফুফুর বাড়ি নারকেলতলা গ্রামে এক ওয়াজ মাহফিলের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইমন। পথে ফুচকা খাওয়ার সময় ইমনের সঙ্গে স্থানীয় কিশোর গ্যাংয়ের কয়েকজনের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে কয়েকজন ইমনকে ধারালো ছুরি, রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। পরে ঘটনাস্থল থেকে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ইমনকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমনের বাবা আলাউদ্দিন মিয়া বলেন, ‘ইমন আমার একমাত্র ছেলে। বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কী জন্য আমার ছেলেকে হত্যা করেছে জানি না। আমার ছেলের হত্যায় জড়িত থাকা মালাখালা গ্রামের মোহাম্মদ নাসিমের নেতৃত্বে যারা ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।’
মোহাম্মদপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল আহম্মদ বলেন, হত্যাকারী যে-ই হোক, আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
ইমনের আত্মীয় আইনজীবী নাসির আজকের পত্রিকাকে বলেন, ‘ইমন সম্পর্কে আমার ভাতিজা। খবর শুনে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে রওনা হই। হাসপাতালে পৌঁছে ইমনকে জীবিত অবস্থায় দেখতে পাই। ইমনের পিঠে আঘাত গুরুতর হওয়ায় রক্তক্ষরণ হয়। প্রয়োজন অনুযায়ী দ্রুত শয্যা (আইসিইউ) পাওয়া যায়নি।’
এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ইমন হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যার সঠিক কারণ উদ্ঘাটন এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে কাজ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে ইখতেয়ার হাসান ইমন (১৮) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মালাখালা গ্রামে এ ঘটনা ঘটে। ইমন উপজেলার পিপইয়াকান্দি গ্রামের মো. আলাউদ্দিন হোসেনের ছেলে। এলাকাবাসীর দাবি, নির্বাচন-পরবর্তী কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ফুফুর বাড়ি নারকেলতলা গ্রামে এক ওয়াজ মাহফিলের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইমন। পথে ফুচকা খাওয়ার সময় ইমনের সঙ্গে স্থানীয় কিশোর গ্যাংয়ের কয়েকজনের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে কয়েকজন ইমনকে ধারালো ছুরি, রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। পরে ঘটনাস্থল থেকে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ইমনকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমনের বাবা আলাউদ্দিন মিয়া বলেন, ‘ইমন আমার একমাত্র ছেলে। বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কী জন্য আমার ছেলেকে হত্যা করেছে জানি না। আমার ছেলের হত্যায় জড়িত থাকা মালাখালা গ্রামের মোহাম্মদ নাসিমের নেতৃত্বে যারা ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।’
মোহাম্মদপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল আহম্মদ বলেন, হত্যাকারী যে-ই হোক, আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
ইমনের আত্মীয় আইনজীবী নাসির আজকের পত্রিকাকে বলেন, ‘ইমন সম্পর্কে আমার ভাতিজা। খবর শুনে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে রওনা হই। হাসপাতালে পৌঁছে ইমনকে জীবিত অবস্থায় দেখতে পাই। ইমনের পিঠে আঘাত গুরুতর হওয়ায় রক্তক্ষরণ হয়। প্রয়োজন অনুযায়ী দ্রুত শয্যা (আইসিইউ) পাওয়া যায়নি।’
এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ইমন হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যার সঠিক কারণ উদ্ঘাটন এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে কাজ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪