Ajker Patrika

দাউদকান্দিতে কুপিয়ে স্কুলছাত্রকে হত্যা

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ১৬
Thumbnail image

দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে ইখতেয়ার হাসান ইমন (১৮) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মালাখালা গ্রামে এ ঘটনা ঘটে। ইমন উপজেলার পিপইয়াকান্দি গ্রামের মো. আলাউদ্দিন হোসেনের ছেলে। এলাকাবাসীর দাবি, নির্বাচন-পরবর্তী কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ফুফুর বাড়ি নারকেলতলা গ্রামে এক ওয়াজ মাহফিলের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইমন। পথে ফুচকা খাওয়ার সময় ইমনের সঙ্গে স্থানীয় কিশোর গ্যাংয়ের কয়েকজনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে কয়েকজন ইমনকে ধারালো ছুরি, রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। পরে ঘটনাস্থল থেকে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ইমনকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমনের বাবা আলাউদ্দিন মিয়া বলেন, ‘ইমন আমার একমাত্র ছেলে। বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কী জন্য আমার ছেলেকে হত্যা করেছে জানি না। আমার ছেলের হত্যায় জড়িত থাকা মালাখালা গ্রামের মোহাম্মদ নাসিমের নেতৃত্বে যারা ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।’

মোহাম্মদপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল আহম্মদ বলেন, হত্যাকারী যে-ই হোক, আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

ইমনের আত্মীয় আইনজীবী নাসির আজকের পত্রিকাকে বলেন, ‘ইমন সম্পর্কে আমার ভাতিজা। খবর শুনে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে রওনা হই। হাসপাতালে পৌঁছে ইমনকে জীবিত অবস্থায় দেখতে পাই। ইমনের পিঠে আঘাত গুরুতর হওয়ায় রক্তক্ষরণ হয়। প্রয়োজন অনুযায়ী দ্রুত শয্যা (আইসিইউ) পাওয়া যায়নি।’

এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ইমন হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যার সঠিক কারণ উদ্‌ঘাটন এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে কাজ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত