খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। মামলায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার রাতে অভিযুক্ত দুই ব্যক্তিকে বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, খুলনার শিরোমণি পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুমন (২৭) এবং মো. আল আমিন মল্লিক (২২)।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মার্চ রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। ওই রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ৪-৫ জন লোক ওই দম্পতিকে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে র্যাব-৬-এর একটি দল অভিযান শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে সোমবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সুমন ও মো. আল আমিন মল্লিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়। এর আগে ধর্ষণের ঘটনার দিন রাতেই অভিযোগের পর মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করেছিল খানজাহান আলী থানা-পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, শুক্রবার রাত আনুমানিক ৯টায় আইয়ান জুট মিলের এক নারী শ্রমিক তার স্বামীর সঙ্গে শিরোমণি পূর্ব পাড়া বাসা থেকে শিরোমণি বাজারে যাচ্ছিলেন। তারা শিরোমণি পূর্ব পাড়া কামরুলের গ্যারেজের সামনে আসলে আসামিরা তাদের মুখ চেপে ধরে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ধর্ষকেরা মামলা না করার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছে। মামলার পর পুলিশ রাতেই একজনকে গ্রেপ্তার করে।
খুলনা মহানগরীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। মামলায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার রাতে অভিযুক্ত দুই ব্যক্তিকে বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, খুলনার শিরোমণি পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুমন (২৭) এবং মো. আল আমিন মল্লিক (২২)।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মার্চ রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। ওই রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ৪-৫ জন লোক ওই দম্পতিকে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে র্যাব-৬-এর একটি দল অভিযান শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে সোমবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সুমন ও মো. আল আমিন মল্লিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়। এর আগে ধর্ষণের ঘটনার দিন রাতেই অভিযোগের পর মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করেছিল খানজাহান আলী থানা-পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, শুক্রবার রাত আনুমানিক ৯টায় আইয়ান জুট মিলের এক নারী শ্রমিক তার স্বামীর সঙ্গে শিরোমণি পূর্ব পাড়া বাসা থেকে শিরোমণি বাজারে যাচ্ছিলেন। তারা শিরোমণি পূর্ব পাড়া কামরুলের গ্যারেজের সামনে আসলে আসামিরা তাদের মুখ চেপে ধরে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ধর্ষকেরা মামলা না করার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছে। মামলার পর পুলিশ রাতেই একজনকে গ্রেপ্তার করে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫